মঙ্গলবার ৯ জুলাই, ২০২৪


ছবি: প্রতীকী। সংগৃহীত।

বুধবার বিকেল থেকেই কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলিতে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়েছিল। সন্ধ্যার পর তা ক্রমশ বেড়েছে। বৃহস্পতিবার সকালেও আকাশের রোদের তো দেখাই নেই, সঙ্গে চলছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়ে ছিল, এই অসময়ের দুর্যোগ সহজে কাটবে না। কলকাতার পাশাপাশি হাওড়া, দুই ২৪ পরগনা, হুগলি এবং পূর্ব বর্ধমানের কিছু অংশে দুপুর অবধি বৃষ্টি চলতে পারে।
এই বৃষ্টির হাত ধরে কলকাতায় একধাক্কায় তিন ডিগ্রি তাপমাত্রা কমেছে। যদিও এই তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি সেলসিয়াস বেশি। এখন মধ্য ভারতে অবস্থান করছে নিম্নচাপ ‘মিগজাউম’। মনে করা হচ্ছে, সে শক্তি হারালেও এখনও তার প্রভাবে এই দুর্যোগ হচ্ছে।
আরও পড়ুন:

পরিযায়ী মন, পর্ব-১৭: জয়রামবাটির জগদ্ধাত্রীপুজো

কলকাতার পথ-হেঁশেল, পর্ব-১৭: তেজস্ক্রিয় স্যান্ডউইচ

আবহাওয়া দফতর বৃহস্পতিবার জানিয়েছে, একনাগাড়ে না হলেও, রাজ্যের দক্ষিণবঙ্গের জেলাগুলির কোনও কোনও অংশে শুক্রবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। ওই জেলাগুলি হল—দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া।

Skip to content