ছবি: প্রতীকী
মাঘ মাস শেষ হওয়ার আগেই কি শীত পাকাপাকি ভাবে বিদায় নিতে শুরু করল? তেমনই পূর্বাভাসে আবহাওয়া দফতরের। কারণ, আগামী কয়েক দিনে তাপমাত্রার পারদ কমার পূর্বাভাস দেয়নি হাওয়া দফতর। এমনকি, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে, সোমবার কলকাতায় সর্বনিম্ন পারদ ছিল ১৮.৬ ডিগ্রি। স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি। রবিবার ২৬.১ ডিগ্রি সেলসিয়াস ছিল সর্বোচ্চ তাপমাত্রা। স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। মনে করা হচ্ছে আজ সোমবার দিনের সর্বোচ্চ পারদ ২৬ ডিগ্রির কাছাকাছি থাকবে।
আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে, সোমবার কলকাতায় সর্বনিম্ন পারদ ছিল ১৮.৬ ডিগ্রি। স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি। রবিবার ২৬.১ ডিগ্রি সেলসিয়াস ছিল সর্বোচ্চ তাপমাত্রা। স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। মনে করা হচ্ছে আজ সোমবার দিনের সর্বোচ্চ পারদ ২৬ ডিগ্রির কাছাকাছি থাকবে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার বাংলার ৪টি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামিকাল মঙ্গলবার বৃষ্টি হতে পারে আরও ৩টি জেলায়। সোমবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং নদিয়া জেলায়। সঙ্গে থাকবে কুয়াশা। মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়। এমনটাই জানিয়েছে হাওয়া দফতর।
আরও পড়ুন:
মুভি রিভিউ: ‘সজনী শিন্ডে কা ভাইরাল ভিডিয়ো’ সামাজিক বার্তা দেয়
এই ৭ লক্ষণ বলে দেবে আপনার শরীরে ভিটামিন ডি-র অভাব দেখা দিচ্ছে
শুধু দক্ষিণে নয়, আগামী কয়েক দিনে উত্তরবঙ্গের একাধিক জেলাতেও বর্ষণের পূর্বাভাস রয়েছে। দার্জিলিঙের পার্বত্য অঞ্চলে সোমবার বৃষ্টির হতে পারে। বৃষ্টির সঙ্গে তুষারপাতের সম্ভাবনাও প্রবল আছে। পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এবং জলপাইগুড়িতে। আগামী মঙ্গলবার দার্জিলিং এবং কালিম্পং ছাড়া অন্য কথাও বৃষ্টির সম্ভাবনা নেই।
আবহাওয়া দফতর এও জানিয়েছে, বাংলার সর্বত্র আগামী তিন দিনে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রার পারদ বাড়বে। আবহাওয়াবিদদের ধারণা মনে করছেন, মূলত বৃষ্টির জন্যই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী পেতে পারে। তবে শীতের আমেজ আর ফিরবে কি না, সে বিষয়ে কোনও নিশ্চয়তার কথা শোনায়নি আলিপুর আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর এও জানিয়েছে, বাংলার সর্বত্র আগামী তিন দিনে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রার পারদ বাড়বে। আবহাওয়াবিদদের ধারণা মনে করছেন, মূলত বৃষ্টির জন্যই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী পেতে পারে। তবে শীতের আমেজ আর ফিরবে কি না, সে বিষয়ে কোনও নিশ্চয়তার কথা শোনায়নি আলিপুর আবহাওয়া দফতর।