সোমবার ২০ জানুয়ারি, ২০২৫


ছবি: প্রতীকী। সংগৃহীত।

বঙ্গোপসাগরে পুজোর মধ্যেই গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। মৌসম ভবনের পূর্বাভাস বলছে, সোমবার সন্ধ্যার মধ্যেই এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। ইরান এই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে ‘হামুন’। ‘হামুন’ শব্দের অর্থ হল পৃথিবী বা সমতল ভূমি।

মৌসম ভবনের রিপোর্ট বলছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি বাঁক নিতে পারে মধ্য-পশ্চিম বঙ্গোপসাগর থেকে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে। এই মুহূর্তে এই গভীর নিম্নচাপ দিঘা থেকে ৫৬০ কিলোমিটার, ওড়িশার পারাদ্বীপ থেকে ৪৩০ কিলোমিটার এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে ৭৪০ কিলোমিটার দূরে অবস্থান করছে।
আবহাওয়াবিরা মনে করছেন, এই নিম্নচাপটি উত্তর এবং উত্তর-পূর্ব দিকে থেকে ক্রমশ পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চল এবং বাংলাদেশের দিকে এগিয়ে আসছে। তাই ঘূর্ণিঝড় ‘হামুন’ বাংলাদেশের উপকূলে আছড়ে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। ‘হামুন’ খেপুপাড়া এবং চট্টগ্রামের মধ্য দিয়ে স্থলভাগে ঢুকবে। সেই সময় প্রতি ঘণ্টায় ৮০ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
আরও পড়ুন:

তিনি কাপুর পরিবারের পুত্র, এমন জোর চড় খান যে, তার শব্দ নাকি এখনও রণবীরের কানে বাজে!

ঘুম থেকে উঠে এক কাপ চায়ে চুমুক না দিলে সকালটাই শুরু হয় না? এর ফলে শরীরের কী ক্ষতি হচ্ছে?

পশ্চিমবঙ্গ এবং ওড়িশার ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে। তবে সব জেলায় প্রভাব পড়বে না। ওড়িশার পুরী, জগৎসিংহপুর এবং কেন্দ্রাপাড়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় আগামী তিন দিনে বৃষ্টি হতে পারে।
আলিপুর ‌আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এই গভীর নিম্নচাপের জেরে পুজোর মধ্যেই একাধিক জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে কলকাতা-সহ পাঁচ জেলায় বৃষ্টিপাত শুরু হতে পারে। নবমীর দিন হালকা বৃষ্টি হতে পারে কলকাতা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হাওড়া এবং হুগলি জেলায়। এদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু এলাকায়।
আরও পড়ুন:

ইতিহাস কথা কও, পর্ব-১৪: মধুপুর ধাম, বাণেশ্বর মন্দির ও ধলুয়াবাড়ি সিদ্ধ নাথ শিবমন্দির

বাস্তুবিজ্ঞান, পর্ব-২০: বাড়িতে ঠাকুর প্রতিষ্ঠা করতে চান? কোন দিকে দেবদেবীদের রাখা শাস্ত্রসম্মত?

দশমীতে কলকাতা-সহ হাওড়া এবং হুগলি জেলার কোনও কোনও এলাকায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু জায়গায়। সেই সঙ্গে ২০ থেকে ৩০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও অল্প বিস্তর বর্ষণের সম্ভাবনা রয়েছে। এমনটাই জানিয়েছে আলিপুর হাওয়া দফতর।

একাদশীতেও ছাড় নেই। এদিন বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলা। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গল এবং বুধবার সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই মঙ্গল এবং বুধবার

Skip to content