সোমবার ২০ জানুয়ারি, ২০২৫


ছবি: প্রতীকী।

বঙ্গোপসাগরে কখন জন্মাবে ঘূর্ণিঝড় মোকা? মৌসম ভবন বুধবার সকালে সে সম্পর্কে জানিয়ে দিয়েছে। হাওয়া দফতরের পূর্বাভাস, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ থেকে ঘনিয়ে ওঠা দুর্যোগ ঘূর্ণিঝড় বুধবার সন্ধে নাগাদ মোকা’য় পরিণত হতে পারে। কয়েক ঘণ্টার মধ্যে সে অনেকটা শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বৃহস্পতিবার সকাল নাগাদ।
বুধবার হাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামীকাল বৃহস্পতিবার সকালের পরও ঘূর্ণিঝড় মোকা আর শক্তি সঞ্চয় করতে পারে। তার একই জায়গায় অবস্থান করে আরও শক্তি সঞ্চয় করবে সন্ধ্যার মধ্যে। ফলে সেটি তখন অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে। মৌসম ভবন বৃহস্পতিবার সন্ধ্যায় সমুদ্রে লাল সতর্কতা জারি করেছে। যে সব মৎস্যজীবীরা ইতিমধ্যে গভীর সমুদ্রে রয়েছেন, তাঁরা যেন অবশ্যই বৃহস্পতিবার সন্ধ্যার আগে ফিরে আসেন উপকূলে।
আরও পড়ুন:

বাংলায় শুক্রবার থেকে টানা তিন দিন ধরে বর্ষণ, কোথায় কোথায় বৃষ্টি? ‘মোকা’র জেরেই আবহাওয়ার এই পরিবর্তন?

ওষুধ খেয়েও কমছে না কোলেস্টেরল? রান্নার এই উপকরণের উপর ভরসা করলে ফল পাবেন

এছাড়াও মৎস্যজীবীদের শুক্রবার থেকে উত্তর বঙ্গোপসাগর অর্থাৎ ওড়িশা-পশ্চিমবঙ্গ-বাংলাদেশের উপকূল এলাকায় যেতে বারণ করা হয়েছে। মৌসম ভবন জানিয়েছে, শুক্রবার থেকেই শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মোকা’ তার গতিপথ পরিবর্তন করতে পারে। মনে করা হচ্ছে ১৪ মে, রবিবার নাগাদ ঘূর্ণিঝড় ‘মোকা’ বাংলাদেশের কক্সবাজার এবং মায়ানমারের কাউকপু এলাকার কাছে পৌঁছে যাবে।

Skip to content