শুক্রবার ৫ জুলাই, ২০২৪


ছবি: প্রতীকী।

সতর্ক করা হয়েছিল তাপপ্রবাহ নিয়ে, কিন্তু তার মধ্যে আবার ঝড়বৃষ্টির পূর্বাভাস। সপ্তাহান্তের শুরুতেই বাংলার একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, বাংলায় সপ্তাহান্তের শুরুতেই একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি চলবে টানা তিন দিন অর্থাৎ আগামী রবিবার পর্যন্ত।

আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার থেকে কলকাতা সংলগ্ন এবং তার পার্শ্ববর্তী উপকূলবর্তী ৪টি জেলায় বৃষ্টি শুরু হতে পারে। এমন পূর্বাভাস প্রকাশ্যে আসার পর থেকে চতুর্দিকে শুরু হয়েছে জল্পনা। তাহলে কি বাংলায় ঘূর্ণিঝড় মোকার জেরেই শুক্রবার থেকে বর্ষণ শুরু হবে?
মৌসম ভবন জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি দুর্যোগ আগামী শুক্রবার থেকেই পথ পরিবর্তন করে এগোবে। এখনও সেটি নিম্নচাপ হিসাবে বঙ্গোপসাগরে অবস্থান করছে। মঙ্গলবার থেকে তার তার শক্তি আরও বাড়বে। আবহাওয়া দফতরের এক মডেল অনুযায়ী সেটি বুধবারই ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। পর সেটি ঘুরে যেতেও পারে বাংলাদেশ এবং মায়ানমারের দিকে। কিন্তু মৌসম ভবন এও জানিয়ে দিয়েছে, এই সবই সম্ভাবনার হিসাব নাও মিলতে পারে। তবে এই আবহের মধ্যেই আবহাওয়া অফিস এও জানিয়েছে, বাংলায় শুক্রবার থেকেই বৃষ্টি শুরু হয়ে যেতে পারে।
আরও পড়ুন:

আগামীকালই জন্মাতে পারে ‘মোকা’, ঝড়ের বেগ ঘণ্টায় ১৫০ কিমি! কোন পথে সে এগোবে? জানাল হাওয়া দফতর

মুখের ভিতরে আলসার! রইল মুখের ঘা কমানোর ঘরোয়া টোটকা

হাওয়া দফতরের পূর্বাভাস, এই মুহূর্তে উপকূলবর্তী তিন জেলা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং মেদিনীপুরে বৃষ্টি হতে পারে। বৃষ্টি চলবে পারে ৩ দিন ধরে। আবহাওয়া দফতরের অনুমান, ১২ মে শুক্রবারই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। সে ক্ষেত্রে এমনও হতে পারে শুক্রবারই ‘মোকা’ বঙ্গোপসাগরের উত্তর এবং উত্তর-পশ্চিম দিকে অভিমুখ বদলে এগিয়ে যেতে পারে। আর ১২ মে শুক্রবার থেকেই বাংলার উপকূলবর্তী জেলা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং মেদিনীপুরে বৃষ্টি শুরু হতে পারে।
আরও পড়ুন:

ছোটদের যত্নে: কোন সময় গর্ভধারণ করলে সুসন্তান লাভ সম্ভব? নব দম্পতির মা হওয়ার আগের প্রস্তুতির পরামর্শে ডাক্তারবাবু

পরনে শাড়ি, পায়ে স্নিকার্স, চোখে রোদচশমা— নিউ ইয়র্কের রাস্তায় ছুটির মেজাজে তাপসী

এই বৃষ্টি কি মোকার প্রভাবের জন্য? যদিও হাওয়া অফিস এ নিয়ে কিছু বলেনি। হাওয়া দফতরের বক্তব্য, ‘‘মোকা এখনও তৈরি হয়নি। তাই তার ক্ষমতা ও গতিপথ নিয়ে এখনই কিছুই বলা যায় না। তাই রাজ্যে শুক্রবার থেকে বৃষ্টির পূর্বাভাস থাকলেও তা মোকার জন্য কিনা তা এখনই বলা সম্ভব হচ্ছে না।’’

Skip to content