সোমবার ৮ জুলাই, ২০২৪


ছবি: প্রতীকী।

শেষমেশ আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তরবঙ্গে ঢুকতে চলেছে বর্ষা। আলিপুর আবহাওয়া দফতর আগেই পূর্বাভাস দিয়েছিল আগামী কয়েক দিন উত্তরবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণবঙ্গেও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওয়া দফতর আগামী কয়েক দিনে কিছুটা তাপমাত্রার পারদ পতনের ইঙ্গিতও দিয়েছে।
রবিবার থেকেই শুরু হতে পারে বৃষ্টি। হাওয়া দফতর জানিয়ে দিয়েছে, রবিবারই ভারী বৃষ্টি শুরু হতে পারে আলিপুরদুয়ার ১ এবং কোচবিহার জেলায়। এতে উত্তরবঙ্গে খানিকটা হলেও গরম কমবে বলে মনে করা হচ্ছে। তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে হাওয়া অফিস জানিয়েছে।
আরও পড়ুন:

বাড়িতেই ৭ ধাপে তৈরি করে ফেলুন অ্যালো ভেরা পাতার নির্যাস থেকে জেল

বাস্তুবিজ্ঞান: ফ্ল্যাট বা বাড়ি কেনার পরিকল্পনা করছেন? বাস্তুশাস্ত্র মতে কেনার আগে অবশ্যই নজর দিন এই বিষয়গুলিতে

হাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বর্ষা ঢোকার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। তবে দক্ষিণবঙ্গে এখনও কিছুটা সময় লাগবে। এদিকে, হাওয়া অফিস জানিয়েছে, আগামী দু’দিন তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের কিছু এলাকায়। দক্ষিণবঙ্গের কিছু জায়গায় সোমবার হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গেও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পারদ কমতে পারে।

Skip to content