শুক্রবার ৫ জুলাই, ২০২৪


ছবি: প্রতীকী। সংগৃহীত।

নতুন বছরে এক সপ্তাহ পার হয়ে গেল। এখনও কনকনে ঠান্ডার নামগন্ধ নেই। তাহলে কি এবছর আর কাঁপুনি দিয়ে ঠান্ডা পড়বে না? কি বলছে আবহাওয়া দফতর? হতাশ হওয়ার কিছু নেই, শীতপ্রেমীদের জন্য আশার খবর শুনিয়েছে হাওয়া দফতর।
হাওয়া অফিস শীত ফেরার আশা শুনিয়েছে। হাওয়া দফতরের রিপোর্ট অনুজায়ী, উষ্ণতা কাটিয়ে আবারও তাপমাত্রা কমবে। আগামী তিন দিন ধীরে ধীরে তাপমাত্রার পারদ নিম্নমুখী হবে। দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত পারদ পতন হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। ফলে যেহেতু তাপমাত্রা কমবে, তাই বেশ ঠান্ডা অনুভূত হবে। পরের দু’দিনও তাপমাত্রার পারদ প্রায় একই রকম থাকবে।
আরও পড়ুন:

মাধ্যমিক ২০২৪: ভূগোলে বেশি নম্বর পেতে এই সব বিষয় অবশ্যই মনোযোগ দিয়ে পড়ো

এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব ৪৭: শীতকালে দই খেতে নেই?

সোমবার ১৭.১ ডিগ্রি সেলসিয়াস ছিল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। অর্থাৎ তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি। রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ ছিল ২৫.৩ ডিগ্রি। অর্থাৎ স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশিই ছিল তাপমাত্রা।
আরও পড়ুন:

বারো ক্লাস ফেল ছেলের প্রায় জগৎ জয়ের কাহিনি মন ছুঁয়েছে সবার

মধ্যপ্রদেশ বা ছত্তিশগড় নয়, আমাদের এই বাংলাতেই রয়েছেন ডোকরা শিল্পীরা

আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে আগামী তিন দিনে পারদ পতন হলে তাপমাত্রা নামতে পারে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। হাওয়া দফতর এও জানিয়েছে, এখন বাংলার সর্বত্র শুকনো আবহাওয়া বজায় থাকবে। রাজ্যেরর কোনও অংশেই বৃষ্টির পূর্বাভাস নেই। তবে সব জেলাতেই ভোরের দিকে কুয়াশা থাকবে।

Skip to content