শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

আগামী ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচনের দিন সবেতন ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। আগামী শনিবার রাজ্যের ২২টি জেলায় পঞ্চায়েত নির্বাচন হতে চলেছে। সেদিন রাজ্য সরকারের সব অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, অন্যান্য সরকারি প্রতিষ্ঠান, কলকারখানা, দোকান-সহ বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠানে ছুটি থাকবে বলে জানানো হয়েছে।
৮ জুলাই শনিবার রাজ্যের ২০টি জেলার গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলাপরিষদ আসনে ভোট হবে। এ দিন দার্জিলিং ও কালিম্পং জেলার শুধু গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতির আসনে নির্বাচন হবে।
আরও পড়ুন:

জিৎ-রুক্মিণীর ‘বুমেরাং’ সায়েন্স ফিকশন কমেডি, লক্ষ্য আট থেকে আশি: সৌভিক

আপনার কি টাক পড়ে যাচ্ছে? এই ৫ ঘরোয়া টোটকায় ভরসা রাখুন, গজাবে চুল

রাজ্যের শ্রম দফতর এ নিয়ে আগেই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। ওই বিজ্ঞপ্তির কথা উল্লেখ করে রাজ্য নির্বাচন কমিশন সব জেলাশাসকের কাছে নোটিস পাঠায়। সেই বিজ্ঞপ্তিতে কমিশন জানিয়ে দেয়, আগামী ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচনের দিন রাজ্যের অর্থ দফতর সবেতন ছুটির বিষয়টি অনুমোদন করেছে। কর্মসূত্রে পুরসভা এলাকায় থাকলেও ভোট রয়েছে পঞ্চায়েত এলাকার— এমন ব্যক্তিরাও সবেতন ছুটি পাবেন।
আরও পড়ুন:

ভিতর বাহিরে অন্তরে অন্তরে: বাচ্চা খেতে খেতে টিভি দেখে কিংবা ফোন ঘাঁটে?

বৃষ্টিতে ফোন ভিজে গিয়েছে? ঘাবড়াবেন না, এই ৫ উপায়ে হবে সমস্যার সমাধান

রাজ্য সরকারের চুক্তিভিত্তিক কর্মচারীরাও সবেতন ছুটি পাবেন। সেই সঙ্গে সবেতন ছুটি পাবেন বেসরকারি কর্মচারীরাও। বিশেষজ্ঞ মহলের ধারণা, মূলত ভোটদানে উৎসাহ দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেকেই বেতন কাটার ভয়ে ভোটদানে বিরত থাকেন, তাই সবেতন ছুটি দেওয়ার কথা বলা হয়েছে।

আপনার রায়

রাজ্যে পঞ্চায়েত ভোটে দফা বৃদ্ধি করা জরুরি?

Skip to content