রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


ছবি সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে

প্রয়াত গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। বাংলা স্বর্ণযুগের সর্বশেষ তারকাটি নিভে গেল চিরতরে। মঙ্গলের সন্ধ্যায় যেন অবসান ঘটে গেল স্বর্ণসন্ধ্যার। গত ২৬ জানুয়ারি বুধবার আচমকাই শৌচাগারে পড়ে যান তিনি। তারপর থেকেই বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন বলে জানা গিয়েছে। পরেরদিন গ্রিন করিডোর করে তাঁকে ভর্তি করা হয় এসএকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে। তড়িঘড়ি মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়। ঘটনাচক্রে এর দুদিন আগেই প্রত্যাখ্যান করেছেন কেন্দ্রের পদ্ম সম্মান। কোভিড আক্রান্ত হওয়ার পরেও উঠে দাঁড়িয়েছিলেন, কিন্তু শেষরক্ষা হল না। শৌচাগারে পড়ে চোট পাওয়ার পর থেকে আরম্ভ হয়েছিল শ্বাসকষ্ট । অতঃপর দুটো ফুসফুসেই দেখা দেয় সংক্রমণ।
আগেই চলে গিয়েছেন মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্র এবং মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়রা, আর এবার ৯০ বছর বয়সে চলে গেলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। নিভল শেষ তারাটিও, শূন্য হল দেউটি। গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন—’একটা যুগ… আর কেউ রইল না।’ তিনি আরও বলেন, ‘কাল রবীন্দ্রসদনে নিয়ে আসা হবে সন্ধ্যা মুখোপাধ্যায়ের দেহ। সেখানে বিকেল পাঁচটা পর্যন্ত রাখা হবে তাঁর দেহ যাতে তাঁর গুণমুগ্ধ ভক্তরা অন্তিম যাত্রাকালে তাঁর প্রতি সম্মান জানানোর সুযোগ পান’। ২০১১ সালে সন্ধ্যা মুখোপাধ্যায় পেয়েছিলেন ‘বঙ্গবিভূষণ’ সম্মান। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন সঙ্গীতশিল্পী শিবাজি বন্দ্যোপাধ্যায়, উস্তাদ রশিদ খান, অরুন্ধতী হোমচৌধুরি, অভিনেত্রী মাধবী চট্টোপাধ্যায় প্রমুখ।

Skip to content