বুধবার ৩ জুলাই, ২০২৪


ছবি: প্রতীকী।

কলকাতা-সহ দক্ষিণের একাধিক জেলাতে সোমবার সন্ধে নাগাদ ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে। যদিও ভ্যাপসা গরম যায়নি। মঙ্গলবারও কলকাতা-সহ জেলায় অস্বস্তি বেড়েছে। তবে স্বস্তির বার্তাও আছে। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলতে পারে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও। তবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী বৃহস্পতিবার ঝোড়ো হাওয়ার দাপট বাড়বে। এদিন ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝড় হাওয়া বইতে পারে। এর জন্য কমলা সতর্কতা জারি করেছে আলিপুর হাওয়া অফিস। শুধু দক্ষিণে নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও তিন দিন বৃষ্টি হতে পারে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তর বিহার থেকে ছত্তীসগঢ় পর্যন্ত অবস্থান করছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি বঙ্গোপসাগর থেকে রাজ্যে জলীয়বাষ্প ঢোকায় মঙ্গল থেকে আগামী শনিবার অবধি বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও বইবে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতে ঝোড়ো হাওয়া বইতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে।
আরও পড়ুন:

অনন্ত এক পথ পরিক্রমা, পর্ব-২০: আসক্তি ত্যাগের মধ্যেই আমরা সেই চরম স্থান পেতে পারি, যা অনন্ত মুক্তির ও চির আনন্দময়

পায়ে ভয়ংকর থাবা বসায় ডায়াবেটিস, তবে সঠিক যত্নে ‘ডায়াবেটিক ফুট’ এড়ানো সম্ভব

দক্ষিণবঙ্গের সব জেলায় বুধবার ঝোড়ো হাওয়া বইতে পারে। গতি থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার মধ্যে। তবে ঝোড়ো হাওয়ার বেগ বৃহস্পতিবার ফের বাড়ে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার হতে পারে। এর জন্য কমলা কমলা সতর্কতা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে জোড়ো হাওয়া বইতে পারে আগামী শুক্রবার এবং শনিবারও। গতি থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার।
আরও পড়ুন:

প্যাচপেচে গরমে রোদে বেরোলেই কি ত্বকে র‍্যাশ বেরোচ্ছে? কাজে লাগতে পারেন আইস থেরাপিকে

ভৌতিক উপন্যাস: মিস মোহিনীর মায়া, পর্ব-২: কপালে জমেছে ঘাম, শুকিয়ে গিয়েছে জিভ, পেছন থেকে ভেসে আসছে গা ছমছমে শব্দ

উত্তরবঙ্গেও মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত বর্ষণের পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে। উত্তরবঙ্গের আট জেলারই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Skip to content