শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

জামাইদের জন্য বাণী শুনিয়েছে হাওয়া দফতর। এদিন রাজ্য জুড়ে বৃষ্টি নামতে পারে। পাশাপাশি ঝোড়ো হাওয়াও বইতে পারে। বুধবার আলিপুর আবহাওয়া দফতর এমনই পূর্বাভাস দিয়েছে। হাওয়া দফতরের পূর্বাভাস মিললে, বুধবার থেকেই জেলায় জেলায় বৃষ্টি শুরু হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়াও। যদিও গত কয়েক দিনের সতর্কবার্তা থাকলেও কিছু কিছু জেলায় এখনও বৃষ্টি হয়নি।
হাওয়া দফতর সপ্তাহ ধরেই ঝড়বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সতর্কতা থাকলেও শহরে তেমন বৃষ্টি হয়নি। মঙ্গলবার আচমকা ঝড় উঠলেও কলকাতার বৃষ্টি হয়েছে সামান্যই। এতে কাজের কাজ কিছুই হয়নি। এদিকে আবহাওয়া দফতর বুধবার সকালে আবার ঝড়বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে।
আরও পড়ুন:

ডায়েট ফটাফট: এই গরমে ফলে-জলে-সব্জিতে থাকুন

পঞ্চমে মেলোডি, পর্ব-১২: হঠাৎ স্নানঘর থেকে পঞ্চমের চিৎকার ‘মিল গয়া মিল গয়া’, সৃষ্টি হল সেই জনপ্রিয় গান ‘মুসাফির হুঁ ইয়ারো’

হাওয়া দফতর জানিয়েছে, বিহার এবং তদসংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্তের অবস্থানের জন্য রাজ্যের ২৩টি জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বঙ্গোপসাগর থেকে ওই ঘূর্ণাবর্তটিই ক্রমাগত জলীয় বাষ্প টেনে আনছে। ফলে বাংলা জুড়ে জৈষ্ঠ্যের মাঝামাঝি বর্ষার আমেজ তৈরি হতে পারে। এমনকি, বৃহস্পতিবার থেকে পরবর্তী তিন দিন বাংলার তাপমাত্রার পারদ ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমবে, এমনটা মনে করছে হাওয়া দফতর।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৬৩: গগনেন্দ্রনাথের‌ ঘুড়ি ওড়ানো

বৈষম্যের বিরোধ-জবানি, পর্ব-২১: ষষ্ঠী ষাট ষাট ষাট ও সমৃদ্ধি কামনা

আবহবিদেরা জানিয়েছেন শুধু দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরের সমস্ত জেলাতেও বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। হাওয়া দফতরের পূর্বাভাস মিললে বুধবার বৃষ্টি চলবে ২৯ মে, সোমবার পর্যন্ত। বৃহস্পতিবারই জামাইষষ্ঠী। সেকারণে বৃষ্টির পূর্বাভাস যেমন কারও কারও কাছে সুখবরের বার্তা, অনেকের কপালে আবার তা আশঙ্কার কারণও হতে পারে।

Skip to content