রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


ছবি: প্রতীকী।

দক্ষিণবঙ্গের কিছু জেলায় ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হতে চলেছে। সন্ধ্যা ৭টা ৫৫ মিনিট নাগাদ বৃষ্টি শুরু হতে পারে, চলবে দুই থেকে তিন ঘণ্টা ধরে। হাওয়া অফিস জানিয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়, পূর্ব মেদিনীপুর ও নদিয়াতে। শুধু বৃষ্টি নয়, সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। হাওয়া অফিস ঝড়বৃষ্টির সময় সবাইকে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছে।
আবহাওয়া দফতর এও জানিয়েছে, পূর্ব বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে। আবার মহারাষ্ট্র থেকে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার অবস্থান করছেন। এই দুয়ের প্রভাবে পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কমবেশি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে।
আরও পড়ুন:

বন্দে ভারতে হাওড়া থেকে পুরী সময় লাগবে মাত্র সাড়ে ছয় ঘণ্টা! শুক্র ও রবিতে বন্দে ভারতের মহড়া-যাত্রা

রূপচাঁদের ৪০ জন স্ত্রী, আছে একাধিক সন্তানও! কিসের টানে রূপচাঁদের সঙ্গে এত মহিলা রয়েছেন?

আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, শুক্রবার কলকাতা, হাওড়া, দুই মেদিনীপুর, হুগলি, বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদিয়াতে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। যদিও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের অন্য জেলাতে। বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী শনিবার, রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে।
আরও পড়ুন:

সারাক্ষণ চোখ আটকে মোবাইল ফোনে? কেন সে অভ্যাস বদলানো জরুরি?

সদ্য বিয়ে করেছেন? কী ভাবে নতুন করে সাজাবেন শোয়ার ঘর

এদিকে, হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার উত্তরবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই। শনিবার বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে। বাকি ৫ জেলায় বৃষ্টির পূর্বাভাস নেই। রবিবার এবং সোমবার বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের সব জেলাতেই। যদিও সবকটি জেলার একসঙ্গে বর্ষণ হবে না। আবার বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে।

Skip to content