রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


ছবি: প্রতীকী।

ভরা বসন্তেও পিছু ছাড়ছে না বৃষ্টি। রাজ্যের বিভিন্ন জেলায় গত কয়েক দিন ধরে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। সোমবারও তার ব্যতিক্রম হয়নি। আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। তবে রবিবারের থেকে সোমবার তাপমাত্রার পারদও সামান্য হলেও কমেছে।
রবিবার কলকাতার সর্বনিম্ন পারদ ছিল ২০.৯ ডিগ্রি। সোমবার সেই তাপমাত্রা সামান্য কমেছে। সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ১৮.৫ ডিগ্রি, অর্থাৎ স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি সেলসিয়াস কম। রবিবার কলকাতার সর্বোচ্চ পারদও স্বাভাবিকের চেয়ে কম ছিল। রবিবার পারদ ছিল ২৬.১ ডিগ্রি, অর্থাৎ স্বাভাবিকের চেয়ে পাঁচ ডিগ্রি কম।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল, এই মুহূর্তে ছত্তীসগঢ়ের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেই সঙ্গে সমুদ্র থেকে জলীয় বাষ্প হুহু করে ঢুকছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। তাই এই সব জেলায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।
আরও পড়ুন:

হিন্দু পক্ষ জ্ঞানবাপীর তহখানায় পুজো করতে পারবে, সোমবার জানিয়ে দিল ইলাহাবাদ হাই কোর্ট

হিটে‌র হ্যাটট্রিক করেই কি শাহরুখ অবসর নিচ্ছেন? বাদশা জানিয়ে দিলেন কেমন হবে তাঁর শেষ সিনেমা!

আবহাওয়া এও জানিয়ে দিয়েছে, সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। তবে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টিরই পূর্বাভাস রয়েছে। একই ভাবে বুধবারও দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভিজতে পারে। আগামীকাল মঙ্গলবার শুধু পুরুলিয়া এবং ঝাড়গ্রামে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবারের পর থেকে রাজ্যে জুড়ে শুকনো আবহাওয়া থাকবে।
আরও পড়ুন:

স্বাদে-আহ্লাদে: বিকেল হলেই জমিয়ে প্রেম বা আড্ডা, সঙ্গে যদি থাকে ভেজিটেবিল চপ

মোবাইল ফোন সুরক্ষিত রাখতে মোদী সরকারের ‘সাইবার স্বচ্ছতা’ অভিযানে বিনা খরচেই সমাধান, কীভাবে?

এদিকে, আপাতত উত্তরবঙ্গেও বর্ষণের সম্ভাবনা কম। সোমবার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে অল্প বিস্তর বৃষ্টি হলেও হতে পারে। উত্তরবঙ্গের অন্য জেলাগুলিতে আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই। উত্তরবঙ্গের সেই সব জেলায় শুকনো আবহাওয়া থাকবে।

Skip to content