মঙ্গলবার ৯ জুলাই, ২০২৪


ছবি: প্রতীকী।

তীব্র দহনে জেরবার অবস্থা। যদিও এখনও স্বস্তির বার্তা দিতে পারনি হাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের তাপমাত্রার পারদ আগামী ৪ দিনে আরও বাড়তে পারে। পাদ ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে পশ্চিমের কয়েকটি জেলায়। এমনকি, তাপপ্রবাহের পূর্বাভাসও রয়েছে বলে হাওয়া দফতর জানিয়েছে। দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের ৫ জেলায় বর্ষণের পূর্বাভাস রয়েছে। যদিও বাকি জেলায় তাপমাত্রা বাড়তে পারে।
দক্ষিণবঙ্গের তাপমাত্রা আগামী ৪ দিনে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে হাওয়া দফতর জানিয়েছে। বুধবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়াতে পারে। ২ জুন তাপপ্রবাহ হতে পারে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া মুর্শিদাবাদে। নদিয়া, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে ৩ জুন তাপপ্রবাহ হতে পারে। হাওয়া অফিস এই সব জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৭: ঝুঁকি না নিলে জীবনে বড় কিছুই অর্জন করা যায় না

দ্রুত ওজন কমাতে ভরসা রাখবেন কোন মরসুমি ফলের উপর

কলকাতার আবহাওয়াও অস্বস্তি থাকবে। হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে আগামী ২ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্ত ভাবে বর্ষণের পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়। বৃষ্টি চলতে পারে বুধবার থেকে পরবর্তী ৪-৫ দিন। যদিও আগামী ২ দিনে উত্তরের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে। সেই সঙ্গে ২ এবং ৩ জুন তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে।
আরও পড়ুন:

সদ্য বিয়ে করেছেন? কী ভাবে নতুন করে সাজাবেন শোয়ার ঘর

বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-৫৬: ডিম থেকে বেরনোর পরে বাচ্চাগুলি তিন দিন কিছুই খায় না, এই কদিন দেহলগ্ন কুসুমেই চলে যায়

আগামী ৫ দিন দক্ষিণবঙ্গে স্বাভাবিক বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। মঙ্গল এবং বুধবার পশ্চিমের জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। দু-এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া জেলার।

Skip to content