শুক্রবার ৫ জুলাই, ২০২৪


ছবি: প্রতীকী।

কলকাতায় শুক্রবার সকাল থেকেই অসহনীয় গরমে জেরবার অবস্থা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার দুপুর আড়াইটে অবধি কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ৩৯.৪ ডিগ্রি। দমদমে পারদ ছিল ৩৯.৬ ডিগ্রি সেলসিয়াস। ৩৯ ডিগ্রি সেলসিয়াস ছিল সল্টলেকের সর্বোচ্চ তাপমাত্রা। এককথায় শহরের তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি ছুঁইছুঁই।
আবহাওয়া দফতর বলছে, কলকাতার তাপমাত্রার পারদ হয়তো ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে না। তবে শহরের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের মতোই অস্বস্তির হবে। যেহেতু বাতাসে জলীয় বাষ্প থাকবে, তাই ঘামও বেশ হবে। তবে হাওয়া দফতর এও জানিয়ে দিয়েছে, এখনই এই অসহনীয় গরম থেকে মুক্তি মিলবে না।
আরও পড়ুন:

হেলদি ডায়েট: টক দই স্বাস্থ্যকর, তবে খাওয়ার সময় এই সব নিয়ম না মানলেই বাড়বে বিপদ

শম্ভু, শম্ভু, শিব মহাদেব শম্ভু, খুদার ইবাদত যাঁর গলায় তাঁর আর কাকে ভয়?

শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের সব কটি জেলাও গরমে জেরবার। শুক্রবার শ্রীনিকেতনে পারদ ছিল ৪০.৮ ডিগ্রি। বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। আসানসোলের তাপমাত্রা ৪১.২ ডিগ্রি। হাওয়া দফতর মালদহ এবং দুই দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। গত এপ্রিল মাসে কলকাতার পারদ ৪০ ডিগ্রি ছাড়িয়েছিল। তবে সেই গরম ছিল শুষ্ক। এখন বাতাসে পর্যাপ্ত পরিমাণ জলীয় বাষ্প থাকায় কষ্ট আরও বেশি হচ্ছে।
আরও পড়ুন:

গৃহিণীদের মধ্যে বইয়ের নেশা বাড়াতে কাঁধে ঝোলা নিয়ে ঘুরে বেড়ান রাধা, ‘চলমান পাঠাগার’ তাঁর পরিচয়!

গৃহিণীদের মধ্যে বইয়ের নেশা বাড়াতে কাঁধে ঝোলা নিয়ে ঘুরে বেড়ান রাধা, ‘চলমান পাঠাগার’ তাঁর পরিচয়!

এখনই বৃষ্টিরও দেখা নেই। যদিও আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনি এবং রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পঙে আগামী ৫, ৬ এবং ৭ মে বর্ষণের সম্ভাবনা রয়েছে।

দেশে বর্ষা প্রবেশের স্বাভাবিক সময় হল ১ জুন। প্রথম বর্ষা ঢোকে কেরলে। যদিও এবার এখনও বর্ষা ঢোকেনি। এ প্রসঙ্গে মৌসম ভবনের পূর্বাভাস, আগামী ৪ জুন কেরলে বর্ষা ঢুকতে পারে বর্ষা। পশ্চিমবঙ্গে বর্ষার ঢোকার স্বাভাবিক সময় আগামী ১০ জুন। তবে বাংলায় কবে বর্ষা আসবে, হাওয়া দফতর এ বিষয়ে এখনও কিছুই জানায়নি।

Skip to content