সোমবার ৮ জুলাই, ২০২৪


ছবি: প্রতীকী।

বঙ্গোপসাগরে চলতি সপ্তাহে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। সেই ঘূর্ণাবর্ত আগামী সপ্তাহের শুরুর দিকে ঘূর্ণিঝড়ে পরিণত পারে। যদিও ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আগে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আগামী কয়েক দিনে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হবে। এর মধ্যে আবার অপেক্ষাকৃত ভাবে উপকূলবর্তী জেলাগুলির তাপমাত্রা বেশি থাকবে।

হাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং নদিয়াতে। যদিও দক্ষিণের বাকি জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস নেই। আবার কলকাতাতেও আপাতত বৃষ্টি হওয়ার কোনও সম্ভাবনা নেই। উল্টে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে কয়েক দিন ধরে ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রার পারদ বাড়তে পারে।
যদিও উত্তরবঙ্গের জেলাগুলিতে শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার বিকাল থেকে উত্তরের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে হাওয়া অফিস জানিয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

হাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, পূর্ব-দক্ষিণ বঙ্গোপসাগরে আগামী সপ্তাহে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। ঘূর্ণাবর্ত সেখান থেকেই শক্তি সঞ্চার করবে। তার পরে যদি তা শেষমেশ ঘূর্ণিঝড়ে পরিণত তা হলে তার নাম হবে ‘মোকা’। আবহবিদেরা জানিয়েছেন, এখনও পর্যন্ত জা পরিস্থিতি, ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার জন্য অনুকূল রয়েছে। যদিও ঠিক কোথায় ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে, হাওয়া অফিস সে বিষয়ে এখনও কিছু পরিষ্কার করে জানায়নি।
আরও পড়ুন:

অল্প বয়সেই কুঁচকে যাচ্ছে হাতের চামড়া? কী করে আটকাবেন? রইল টিপস

কত দিন অন্তর পরিবর্তন করবেন আপনার টুথব্রাশ? না হলে বাড়তে পারে বিপদ

আবহবিদদের একাংশের মতে, অনেক ক্ষেত্রেই বঙ্গোপসাগরে তৈরি হওয়া সাইক্লোন শেষ পর্যন্ত ওড়িশা বা বাংলাদেশের দিকে মুখ ঘুরিয়ে নেয়। যার জন্য ‘মোকা’র পূর্বাভাস পাওয়ার পরই তোড়জোড় শুরু হয়েছে ওড়িশাতে। মঙ্গলবার ঘূর্ণিঝড় মোকাবিলা সংক্রান্ত আলোচনার জন্য একটি উচ্চ পর্যায়ের বৈঠকের ডাক দিয়েছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। প্রয়োজনে কী ভাবে উপকূলবর্তী এলাকার মানুষদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া যাবে, মূলত তা নিয়েই সেই বৈঠকে আলোচনা হয় বলে প্রশাসন সূত্রে খবর। ঘূর্ণিঝড় হানা দিলে ত্রাণ ও উদ্ধারকাজ যেন শীঘ্র শুরু হতে পারে সেই পরিকল্পনার দিকেও জোর দেওয়ার কথা বৈঠকে জানিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন:

ইংলিশ টিংলিশ: ‘CATS & DOGS’ অথবা ‘BLACK SHEEP’ — আসুন দেখি এগুলোর মানে আসলে কী?

পঞ্চমে মেলোডি, পর্ব-৬: পঞ্চম-সভার তিন রত্ন বাসু-মনোহারী-মারুতি

এদিকে মোকা-র মোকাবিলায় ইতিমধ্যেই তোড়জোড় শুরু করে দিয়ে ওড়িশা। গত মঙ্গলবার ঘূর্ণিঝড় মোকাবিলা নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। তেমন প্রয়োজন হলে মানুষদের কী ভাবে নিরাপদ আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া যাবে, সে সব নিয়ে বৈঠকে বিস্তারি আলোচনা হয় বলে জানা গিয়েছে। বৈঠকে ওড়িশার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ঘূর্ণিঝড় আছড়ে পড়লে ত্রাণ এবং উদ্ধারকাজ যেন দ্রুত শুরু করা যায়, সে সবের পরিকল্পনা তাড়াতাড়ি সারতে হবে।

Skip to content