শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী।

দক্ষিণবঙ্গে ফেব্রুয়ারির শুরু থেকেই আবহাওয়ায় বদল এসেছে। টানা ভ্যাপসা আবহাওয়া। এখন আর শীত পোশাক না পরলেও অসুবিধা হচ্ছে না। তাহলেই কি শেষমেশ দক্ষিণবঙ্গ থেকে শীত বিদায় নিল? যদিও বঙ্গবাসীকে কিছুটা স্বস্তির বার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সেই সঙ্গে আবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এমনকি, বরফও পড়তে পারে দার্জিলিঙে।
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় গত সপ্তাহে বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টির জন্যই এই ভ্যাপসা আবহাওয়া। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবিবার এবং সোমবার রাতের তাপমাত্রার পারদ কিছুটা কমতে পারে। পারদ ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। যদিও খুব ঠান্ডা আর পড়বে না। দক্ষিণবঙ্গের তিন জেলায় ৬ ফেব্রুয়ারি, মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্ষণ হতে পারে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরে। তার পর থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে আবার তাপমাত্রার পারদ চড়বে।
আরও পড়ুন:

মুভি রিভিউ: ‘সজনী শিন্ডে কা ভাইরাল ভিডিয়ো’ সামাজিক বার্তা দেয়

ওষুধ খেয়েও বশ মানছে না ডায়াবিটিস? দুপুরের খাবার খাওয়ায় কোনও ভুল করছেন না তো?

আগামী পাঁচ দিন উত্তরের দার্জিলিঙে বর্ষণের পূর্বাভাস রয়েছে। এমনকি, তুষারপাতেরও সম্ভাবনা আছে। আবহাওয়া দফতর এও জানিয়েছে, শুধু দার্জিলিং নয়, রবিবার কালিম্পঙেও বৃষ্টি হতে পারে। সোমবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। তবে হালকা বৃষ্টি হতে পারে। সোমবার শিলাবৃষ্টি হতে পারে কালিম্পঙ এবং দার্জিলিঙে। আর এর দু’দিন পর থেকেই উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই তাপমাত্রার পারদ বাড়তে পারে।

Skip to content