![](https://samayupdates.in/wp-content/uploads/2023/06/army.jpg)
ছবি: প্রতীকী।
পঞ্চায়েত ভোট নিয়ে রাজ্য এবং রাজ্য নির্বাচন কমিশনের আর্জি খারিজ হয়ে গেল। রাজ্যে আসন্ন পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে সুপ্রিম কোর্ট কলকাতা হাই কোর্টের নির্দেশই বহাল রাখল। কলকাতা হাই কোর্ট রাজ্যের সব জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল। যদিও হাই কোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। মঙ্গলবার ছিল সেই মামলার শুনানি। সেখানেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে অবাধ ও স্বচ্ছ ভোটের জন্য সুপ্রিম কোর্ট হাই কোর্টের নির্দেশই বহাল রাখল। অর্থাৎ, রাজ্যের সব জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেই নির্বাচন করতে হবে নির্বাচন কমিশনকে।
বিচারপতি নাগরত্ন বলেন, ‘‘আপনারা নির্বাচনের জন্য পাঁচ রাজ্য থেকে পুলিশ চেয়েছেন। অন্যদিকে, কলকাতা হাই কোর্ট কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার কথা বলেছে। আর কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের খরচ তো কেন্দ্র দেবে। তাহলে আপনাদের অসুবিধা কোথায়? ভোটে আইনশৃঙ্খলার প্রশ্নে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করলে সমস্যা কোথায়?’’ উত্তরে রাজ্যের আইনজীবী জানান, ‘‘রাজ্যের পুলিশ যথেষ্ট সমর্থ। তবে রাজ্যে পুলিশকর্মী কম থাকায় অন্য রাজ্য থেকে পুলিশ চাওয়া হয়েছে। সব প্রস্তুতি নেওয়া হয়েছে। এখন আবার নতুন করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করলে পরিকল্পনা পরিবর্তন করতে হবে। যা ভোটের আগে সমস্যার কারণ।’’
আরও পড়ুন:
![](https://samayupdates.in/wp-content/uploads/2023/06/Aloe-Vera.jpg)
ত্বকে দাগ-ছোপ-জ্বালাভাবে জেরবার? সমস্যার সমাধানে অ্যালো ভেরা খুবই উপকারী, কী ভাবে ব্যবহার করবেন?
এদিকে রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবী জানান, ‘‘রাজ্য নির্বাচন কমিশন যেদিন নির্বাচন ঘোষণা কর তার পর দিনই মামলা করা হয়। সেই মুহূর্তে মনোনয়ন পর্ব চলছে জোরকদমে। মনোনয়ন পর্বে সব রকমের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল। ১৪৪ ধারা জারি করা হয়েছে মনোনয়ন কেন্দ্রের ১ কিমি পর্যন্ত। সব রকম সহযোগিতা করেছে রাজ্যের পুলিশ।’’ শুনানিতে আইনজীবী এও জানান, ‘‘নিরাপত্তার বিষয়টি রাজ্য দেখে। এখানে হাই কোর্ট কমিশনকে সরাসরি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে।’’
আরও পড়ুন:
![](https://samayupdates.in/wp-content/uploads/2023/06/Hair.jpg)
যতই অসহনীয় গরম পড়ুক, প্রতিদিনই কি শ্যাম্পু করা ঠিক? কারা কখন কত ঘন ঘন শ্যাম্পু করবেন?
বিজেপির আইনজীবী হরিশ সালভে জানান, ‘‘নিরাপত্তা প্রশ্নে নির্বাচন কমিশনের নীরবতার জন্যেই কলকাতা হাই কোর্ট কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে। ওই রাজ্যে কমিশন সম্পূর্ণ ভাবে রাজ্যের উপর নির্ভরশীল থাকায় তাদের কেন্দ্রীয় বাহিনী নিয়ে যথেষ্ট আপত্তি রয়েছে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে নিয়ে সেখানে একাধিক ঘটনা ঘটেছে।’’ সংগ্রামী যৌথ মঞ্চও ভোটকর্মীদের নিরাপত্তার স্বার্থে সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় বাহিনীর আবেদন জানিয়েছিল।