বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। যদিও সেই নির্দেশ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং শিক্ষকদের একাংশ মামলায় করেছিলেন। তবে সুপ্রিম কোর্ট এও জানিয়ে দিয়েছে, হাই কোর্টে নতুন করে ওই মামলার শুনানি হবে।

সুপ্রিম কোর্ট এও জানায়, হাই কোর্ট এত দিন ওই শিক্ষকদের নিয়োগ সংক্রান্ত মামলায় যা যা নির্দেশ দিয়েছে, সে সব খারিজ করা হল। মামলাটি আবার নতুন করে শুনানি হবে হাই কোর্টের নতুন ডিভিশন বেঞ্চে। শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী হাই কোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে নতুন করে মামলাটি শুরু হবে।
বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রথমে ৩৬ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। যদিও পরে তা কমে ৩২ হাজার হয়। সেই সঙ্গে পর্ষদকে আগামী চার মাসের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ দেওয়া হয়ছিল। বিচারপতি গঙ্গোপাধ্যায় তাঁর নির্দেশে জানিয়েছিলেন, এই চার মাস চাকরিচ্যুতরা স্কুলে যেতে পারলেও বেতন পাবেন পার্শ্বশিক্ষকদের বেতনকাঠামো অনুযায়ী। তবে পর্ষদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় তাঁরা অংশ নিতে পারবেন। নতুন ইন্টারভিউতে পাশ করলে চাকরি ফিরে পাবেন।
আরও পড়ুন:

পর্দার আড়ালে, পর্ব-৩৬: কানন দেবী বললেন, ‘মনটা বড্ড খারাপ ছিল, অনেক রাত পর্যন্ত ঘুম আসেনি’, ও প্রান্ত থেকে উত্তর এল ‘আমারও’

রিভিউ: দ্য নাইট ম্যানেজার: দেশীয় সংস্করণে চোখে চোখ রেখে লড়েছেন আদিত্য, অনিল, শাশ্বত ও শোভিতা

এর পরে হাই কোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন চাকরিহারাদের একাংশ। মামলার শুনানি চলে বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে। বেঞ্চ জানায়, ৩২ হাজার প্রাথমিক শিক্ষক যেমন ছিলেন, তেমনই থাকবেন। তাঁদের পার্শ্বশিক্ষক হিসেবে কাজ করতে হবে না। তবে পর্ষদকে নিয়োগপ্রক্রিয়া শুরু করতে হবে। ওই ৩২ হাজার প্রাথমিক শিক্ষককে সেখানে অংশ নিতে হবে। সেখানে তাঁরা ব্যর্থ হলে চাকরি হারাবেন।
আরও পড়ুন:

‘প্রাণহানির আশঙ্কা রয়েছে’! কেন্দ্রীয় বাহিনী প্রতি বুথে এক জওয়ান রাখতে নারাজ, বাহিনী নিয়ে আবার জটিলতা?

দ্রুত ওজন কমাতে ভরসা রাখবেন কোন মরসুমি ফলের উপর

এর পর প্রাথমিক শিক্ষকদের একাংশ এবং পর্ষদ কর্তৃপক্ষ হাই কোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান। মামলাটি শীর্ষ আদালতে বিচারপতি জে কে মহেশ্বরী এবং কে ভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চে ওঠে। শুক্রবার বিচারপতি জে কে মহেশ্বরী এবং কে ভি বিশ্বনাথন ডিভিশন হাই কোর্টের নির্দেশ খারিজ করে জানিয়ে দেন, নতুন নিয়োগ প্রক্রিয়ায় ওই ৩২ হাজার প্রাথমিক শিক্ষককে অংশ নিতে হবে না।

আপনার রায়

রাজ্যে পঞ্চায়েত ভোটে দফা বৃদ্ধি করা জরুরি?

Skip to content