মঙ্গলবার ৯ জুলাই, ২০২৪


ছবি: সংগৃহীত।

কলকাতা-সহ বেশ কিছু জেলায় সন্ধে নাগাদ ব্যাপক ঝড়বৃষ্টি হয়েছে। কলকাতায় ঝড়ের গতি ছিল ঘণ্টায় ৮৪ কিলোমিটার। শহরের একাধিক জায়গায় গাছের ডাল ভেঙে পড়েছে। এক জন আহত হয়েছেন। মা উড়ালপুলের ল্যাম্পপোস্ট উপর পড়ে গিয়েছে। আচমকা ঝড়বৃষ্টির জেরে শহরে যানজট দেখা যায়। অফিসফেরত যাত্রীরা বিপাকে। শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল ব্যহত হয়।
ব্যাপক ঝড়ের জেরে আলিপুরে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকের দফতরে একটি গাছ ভেঙে পড়ে গাড়ির উপর। গাড়ির চালক-সহ ২ জন আহত হয়েছেন। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ১ জনকে। এখন তাঁর অবস্থা স্থিতিশীল। রেড রোড এবং ভিক্টোরিয়ার মাঝে একটি গাছ ভেঙে পড়েছে গাড়ির উপর। গাড়িতে এক মহিলা এবং শিশু ছিলেন। দু’জনেই নিরাপদে রয়েছেন। এর জেরে ভিক্টোরিয়ার সামনে রাস্তা কিছু ক্ষণ বন্ধ ছিল।
আরও পড়ুন:

কুমড়োর বীজ কি ফেলে দেন? এই বীজ আসলে সুস্বাস্থ্যের দাওয়াই জানতেন?

উত্তম কথাচিত্র, পর্ব-৩৫: যে ছিল আমার ‘ব্রতচারিণী’

এ প্রসঙ্গে আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, সোমবার সন্ধ্যায় ঝোড়ো হাওয়া উত্তর-পশ্চিম থেকে প্রবাহিত হয়েছে। ঝড় ৩ মিনিট স্থায়ী হয়েছিল। গতি ছিল ঘণ্টায় ৮৪ কিলোমিটার। সন্ধ্যা ৬টা নাগাদ দমদমে প্রায় ১ মিনিট ধরে ঝোড়ো হাওয়া বয়েছে। গতি ছিল ঘণ্টায় ৬২ কিলোমিটার।
আরও পড়ুন:

চলো যাই ঘুরে আসি: অযোধ্যা— প্রাচীন ভারতীয় ধর্ম-সংস্কৃতি সমন্বয়ের প্রাণকেন্দ্র/১

শাশ্বতী রামায়ণী, পর্ব-৪৬: ব্যর্থ প্রেমের বহ্নিশিখা

ঝড়ের জেরে গাছের ডাল ভেঙে গিয়েছে হসপিটাল রোড, পার্ক স্ট্রিট-রডন স্ট্রিট ক্রসিং, লেক গার্ডেন, রেড রোড ও ময়দানে। সাউথ সিটি মলের সামনে রাস্তার উপর ভেঙে ঝুলে পড়েছে ট্রাফিক সিগন্যাল। কলকাতার পাশাপাশি ঝড়বৃষ্টি হয়েছে হাওড়া, নদিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার একাধিক এলাকায়।

Skip to content