ছবি: প্রতীকী।
আরও চার শতাংশ হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হল রাজ্য সরকারি কর্মচারীদের। বৃহস্পতিবার বিধানসভার বাজেট অধিবেশনে এমনই ঘোষণা করা হয়েছে। রাজ্য সরকার চলতি বছরে এই দু’বার ডিএ বৃদ্ধি করল।
রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বৃহস্পতিবার বাজেট অধিবেশনে বাজেট পাঠ করেন। সেখানেই জানানো হয়, রাজ্য সরকারি কর্মচারীদের আরও চার শতাংশ হারে ডিএ বৃদ্ধি করা হবে। এই বর্ধিত হারে ডিএ আগামী মে মাস থেকে কার্যকর হবে।
রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বৃহস্পতিবার বাজেট অধিবেশনে বাজেট পাঠ করেন। সেখানেই জানানো হয়, রাজ্য সরকারি কর্মচারীদের আরও চার শতাংশ হারে ডিএ বৃদ্ধি করা হবে। এই বর্ধিত হারে ডিএ আগামী মে মাস থেকে কার্যকর হবে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত জানুয়ারি মাসেও ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিলেন। সে বারও চার শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল। এখন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৪৬ শতাংশ হারে ডিএ পান। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃহস্পতিবারের ঘোষণার পর বেড়ে দাঁড়াল ১৪ শতাংশ। এখনও কেন্দ্র-রাজ্যের মধ্যে ডিএ-র ফারাক থাকছে ক্ষেত্রে ৩২ শতাংশ।
আরও পড়ুন:
শেষ মুহূর্তে ঝোড়ো ব্যাটিং শীতের, একধাক্কায় অনেকটা কমল তাপমাত্রার পারদ, ঠান্ডা আর কতদিন থাকবে?
বাজার থেকে কিনে আনার পর পিঁয়াজের খোসা ফেলে দেন? নষ্ট না করে কাজে এ ভাবে লাগান
রাজ্য সরকারি কর্মচারীরা এত দিন ৬ শতাংশ হারে মহার্ঘভাতা পেতেন। ডিসেম্বরের ঘোষণার পর তা বেড়ে হয়েছিল ১০ শতাংশ। সেই বর্ধিত ডিএ চলতি বছরের জানুয়ারি থেকে কার্যকর হয়েছিল। বৃহস্পতিবারের ঘোষণায় ডিএ বেড়ে হল ১৪ শতাংশ। এই বর্ধিত হারে ডিএ আগামী মে মাস থেকে কার্যকর হবে।