রবিবার ২৪ নভেম্বর, ২০২৪


রাজ্যের নতুন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব সিংহ।

রাজ্যে পঞ্চায়েত ভোট হবে এক দফায় আগামী ৮ জুলাই। বৃহস্পতিবার ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। রাজ্যের নতুন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব সিংহ বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করেন। সেই বৈঠকেই তিনি পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা করেন। আর ঠিক এক মাস পরে ভোট। একদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, কোনও সর্বদলীয় বৈঠক না ডেকে এবং আলোচনা ছাড়াই নির্বাচন কমিশনার একতরফা পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা করেছে। এদিকে, কমিশনের দাবি, সর্বদলীয় বৈঠক করে তবেই ভোটের দিন ঘোষণা করতে হবে এরকম কোনও নিয়ম নেই। আর প্রয়োজন হলে কমিশন বৈঠক ডাকবে।
নির্বাচন কমিশনার জানান, ‘‘দার্জিলিং এবং কালিম্পঙে দ্বিস্তরে ভোটগ্রহণ হবে। রাজ্যের বাকি জায়গায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণ হবে। একদিনে অর্থাৎ আগামী ৮ জুলাই, শনিবার ভোট হবে। শুক্রবার, ৯ জুন থেকেই মনোনয়ন জমা শুরু।’’ মুখ্য নির্বাচন কমিশনার রাজীব সিংহ জানিয়েছেন, আজ বৃহস্পতিবার থেকেই আচরণবিধি চালু হচ্ছে। তাই মিটিং মিছিল করা যাবে না রাত ১০টা থেকে সকাল ৮ পর্যন্ত।
আরও পড়ুন:

লাইট সাউন্ড ক্যামেরা অ্যাকশন, পর্ব-১: কেবলই দৃশ্যের জন্ম হয়…

এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-২৩: বায়োপসি মানেই ক্যানসার?

নবনিযুক্ত নির্বাচন কমিশনার জানিয়েছেন, মনোনয়ন জমা শুরু হচ্ছে ৯ জুন থেকে, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আগামী ১৫ জুন। স্ক্রুটিনির শেষ দিন ১৭ জুন। পঞ্চায়েত ভোটের প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহারের জন্য ২০ জুন পর্যন্ত সময় পাবেন। কমিশন সূত্রে জানা যায়, আগামী ১১ জুলাই গণনা হতে পারে। আগামী ৮ জুলাই মানে আষাঢ় মাসে ভরা বর্ষাতেই পঞ্চায়েত ভোট হবে। রাজ্যের ২২টি জেলার গত বারের মতো এ বারও এক দফাতেই হবে।
আরও পড়ুন:

দশভুজা: তিনি ‘অরণ্যের বিশ্বকোষ’, ৭৯ বছর বয়সেও পরিবেশ সংরক্ষণে নিরলস পরিশ্রম করে চলেছেন তুলসী

অমরনাথের পথে, পর্ব-১: প্রস্তুতিপর্বের শেষে রওনা দিলাম স্বপ্নের কাশ্মীরের উদ্দেশ্যে

পশ্চিমবঙ্গে মোট ২২টি জেলায় ৩৩১৭টি গ্রাম পঞ্চায়েত আছে। মোট নির্বাচন কেন্দ্রের সংখ্যা ৫৮ হাজার ৫৯৪টি। পঞ্চায়েত মোট আসন সংখ্যা ৬৩ হাজার ২৮৩টি। আগামী ৮ জুলাই, মোট ৬৩ হাজার ২৮৩টি আসনে ভোট হবে।

বিরোধীরা দাবি করেছিল পঞ্চায়েত ভোট কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে করানোর। এ নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব সিংহ বলেন, ‘‘ভরসা রাখা উচিত আমাদের রাজ্য পুলিশের উপর। আমাদের উপর আস্থা রাখুন। প্রস্তুতিতে কোনও রকম গাফিলতি থাকবে না। রাজ্য সরকারি কর্মচারীদের বলব আমাদের উপর আস্থা রাখতে।’’

Skip to content