মঙ্গলবার ৯ জুলাই, ২০২৪


ছবি প্রতীকী

বাগডোগরা বিমানবন্দর সম্প্রসারণের প্রক্রিয়া জমির সমস্যার জন্য দীর্ঘ দিন ধরে আটকে ছিল। এখন সেই সমস্যা মিটেছে। রাজ্য সরকার বিমানবন্দরের আধুনিকীকরণের জন্য ১০৬ একর জমি দিতে সম্মত হয়েছে। আশা করা হচ্ছে, এ বার কাজ শুরু হবে। বাগডোগরা উপদেষ্টা কমিটির চেয়ারম্যান তথা দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন।
উপদেষ্টা কমিটির বৈঠক ছিল বৃহস্পতিবার। বৈঠক শেষে রাজু বলেন, নকশা নির্বাচনের কাজ শুরু হয়েছে। সেই কাজ সম্পন্ন হলে আগামী তিন মাসের মধ্যে টেন্ডার ডাকা হবে। তার পরে শুরু হবে নতুন টার্মিনাল তৈরির কাজ। এর জন্য ১৮৫০ কোটি টাকা খরচ হবে। সেই সঙ্গে কাজ চলবে ইন্সট্রুমেন্টাল ল্যান্ডিং সিস্টেম বা আইএলএস প্রযুক্তিরও।
আরও পড়ুন:

পশ্চিমঘাট পর্বতমালার অরণ্যে শতাধিক বুনো শুয়োরের মৃত্যু! ছড়িয়েছে সোয়াইন ফ্লুয়ের আতঙ্ক

রেকর্ড পারদপতন কলকাতায়! শহরের পারদ এক ধাক্কায় নেমে ১০ ডিগ্রির ঘরে, বর্ধমান, দার্জিলিং, কালিম্পংয়ে কত?

রাজুর কথায়, ‘‘বিমানবন্দরকে সম্পূর্ণ আলাদা রূপ দেওয়ার চেষ্টা চলছে। নকশাও সে ভাবেই তৈরি করা হচ্ছে। এই টার্মিনাল তৈরি হবে এক লক্ষ মিটার জায়গা জুড়ে। ১০টি অ্যারো ব্রিজ থাকবে। ভবিষ্যতে এই সংখ্যাটা আরও বাড়বে। এই বিমানবন্দরে সকাল থেকে রাত পর্যন্ত অনেক বিমান ওঠানামা করবে। কুয়াশা থাকলেও আইএলএস পরিষেবা কাজে আসবে। বিমানবন্দরের ভিতরে শৌচাগার, রেস্তরাঁ, বাইরে ট্যাক্সি স্ট্যান্ড— সব দিকেই গুরুত্ব দেওয়া হবে।’’

Skip to content