ছবি: প্রতীকী।
উত্তরের থেকে দক্ষিণে বৃষ্টির সম্ভাবনা বেশ কম। হাওয়া দফতরের পূর্বাভাস, উত্তরবঙ্গের ৫ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের জেলাগুলিতে আগামী ৫ দিন মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উল্ট দিকে, দক্ষিণেরর পাঁচটি জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে হাওয়া দফতর। তবে আলিপুর আবহাওয়া দফতর আগামী মঙ্গলবার থেকে ঝড়বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে।
এ প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস জানিয়েছেন, বাংলায় আপাতত একটি অক্ষরেখা রয়েছে। সেই অক্ষরেখা বিহার থেকে ছত্তীসগঢ় পর্যন্ত অবস্থান করছে। এর জেরে উত্তরবঙ্গ এবং সিকিমে সবচেয়ে বেশি জলীয় বাষ্প ঢুকছে। এদিকে, দক্ষিণবঙ্গে হাওয়ার গতি বেশি থাকায় সেই জলীয় বাষ্প ততটা ঢুকতে পারছে না। তাই উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণ শুকনোই থাকবে।
আরও পড়ুন:
বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-৫৬: গভীর সমুদ্র, অ্যান্টার্কটিকার হিমশৈল থেকে মরুভূমি হয়ে পর্বতের হ্রদ—মাছেদের উপস্থিতি সর্বত্র
অজানার সন্ধানে: অঙ্কই ধ্যানজ্ঞান, মোটা বেতনের চাকরি নির্দ্বিধায় ছেড়ে দেন আইআইটি-র শ্রবণ
অক্ষরেখার জেরে আগামী পাঁচ দিন বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে। পাশাপাশি ঝোড়ো হাওয়াও বইতে পারে। সেই সঙ্গে শনিবার থেকে আগামী বুধবার পর্যন্ত দুই দিনাজপুর এবং মালদহে ঝড়বৃষ্টি চলতে পারে বলে হাওয়া দফতর জানিয়েছে।
শনি এবং রবিবার কলকাতায় ঝড়বৃষ্টির সম্ভাবনা কম। দক্ষিণবঙ্গের বাকি জেলা যেমন দুই মেদিনীপুর, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে আবার মঙ্গলবার থেকে ঝড়বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দক্ষিণের সব জেলাতেই বৃষ্টি হতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে। দক্ষিণবঙ্গে অক্ষরেখার প্রভাব বাড়বে মঙ্গলবার থেকে। সে সময় প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে। তাই বৃষ্টি হতে পারে।
শনি এবং রবিবার কলকাতায় ঝড়বৃষ্টির সম্ভাবনা কম। দক্ষিণবঙ্গের বাকি জেলা যেমন দুই মেদিনীপুর, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে আবার মঙ্গলবার থেকে ঝড়বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দক্ষিণের সব জেলাতেই বৃষ্টি হতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে। দক্ষিণবঙ্গে অক্ষরেখার প্রভাব বাড়বে মঙ্গলবার থেকে। সে সময় প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে। তাই বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন:
আপনার সঙ্গীর মধ্যে এই লক্ষণগুলি প্রবল? হতে পারে আপনি তাঁর প্রথম পছন্দ নন
পঞ্চমে মেলোডি, পর্ব-১১: ‘কটি পতঙ্গ’ ছবিতে পঞ্চমের সুরে কিশোর নিজেকে উজাড় করে দেন
অন্য দিকে, আবহাওয়া দফতর জানিয়েছে, বাংলার পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রার পারদ বাড়তে পারে। তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে। এমনিতেই রবি এবং সোমবার তাপপ্রবাহের পূর্বাভাস জারি করেছে হাওয়া দফতর।