সোমবার ২৫ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

প্যাচপ্যাচে গরমে হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর। অবশেষে এই আবহে স্বস্তির বার্তা শুনিয়েছে হাওয়া দফতর। শনি এবং রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যদিও ভারী বৃষ্টি নয়, হালকা থেকে মাঝারি হতে পারে। হালকা পরিমাণ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের কিছু অংশেও। যদিও কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই। উলটে কলকাতার তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। তবে বৃষ্টির সঙ্গে সঙ্গে উত্তর এবং পশ্চিমের কোনও কোনও জেলায় তাপপ্রবাহের পূর্বাভাসও রয়েছে।
হাওয়া দফতর জানিয়েছে, হালকা বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে শনি এবং রবিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। এর পরের তিন দিন হালকা বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলির কোনও কোনও জায়গায়ও।
আরও পড়ুন:

শম্ভু, শম্ভু, শিব মহাদেব শম্ভু, খুদার ইবাদত যাঁর গলায় তাঁর আর কাকে ভয়?

পাচার হয়েছিল টন টন সোনা ও দামি ধাতু! ৮৫ বছরের সেই ভূতুড়ে রেলস্টেশন এখন অভিজাত হোটেল

শনি এবং রবিবার উত্তরবঙ্গের কিছু এলাকায় বর্ষণ হতে পারে। দু’ দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পঙে। ওই দুই জেলার সঙ্গে সোমবার বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ারে। আর আগামী মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারের সঙ্গে জলপাইগুড়ি, কোচবিহারেও।
আরও পড়ুন:

বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-৫৮: বাঁকুড়ার রামসাগরে বিড়াই নদীকে কেন্দ্র করে প্রায় তিনশটি মাছের হ্যাচারি পূর্ণমাত্রায় দক্ষতার সঙ্গে কাজ করছে

সিগন্যালের ত্রুটির জন্যই প্রাণ গেল ২৮৮ জনের, রেলের প্রাথমিক তদন্তে করমণ্ডল দুর্ঘটনায় এমনই ইঙ্গিত

রাজ্যের কোনও কোনও এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকেও, হাওয়া অফিস কিছু অংশে আবার তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়ায়। উত্তরবঙ্গের দার্জিলিঙের সমতল অঞ্চলে, দুই দিনাজপুর ও মালদহে তাপপ্রবাহ হতে পারে বলে হাওয়া দফতর জানিয়েছে।

ছবির নাম

ছবির নাম


Skip to content