ছবি: প্রতীকী। সংগৃহীত।
পুজোর মরসুমেই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! হ্যাঁ, ঠিকই পড়েছেন, এমন সময় ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। নবমী থেকে দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোনও কোনও অংশে আবার ঝড়বিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং পাশাপাশি দক্ষিণ বঙ্গোপসাগরে শনিবার রাতেই নিম্নচাপটি পরিষ্কার নিম্নচাপের রূপ নেয়। এই মুহূর্তে দিঘার দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিম দিক থেকে ৫৬০ কিলোমিটার দূরে অবস্থান করছে নিম্নচাপটি।
নিম্নচাপটি রবিবার বিকেলের দিকে ১৭ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগ নিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। হাওয়া দফতরের পূর্বাভাস, এই গভীর নিম্নচাপটি আগামী ২৪ ঘণ্টায় ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়টি সোমবার সকালে নাগাদ উত্তর এবং উত্তর-পূর্ব দিকে কিছুটা ঘুরে গিয়ে বাংলাদেশ উপকূলের খেপুপাড়া এবং চট্টগ্রামের মধ্যবর্তী এলাকার দিকে এগিয়ে যেতে পারে বলে হাওয়া দফতর জানিয়েছে। তিন দিন এই ঘূর্ণিঝড়ের প্রভাব থাকতে পারে। হাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার বিকেল নাগাদ ঘূর্ণিঝড় শক্তি হারিয়ে ফের গভীর নিম্নচাপের রূপ নিতে পারে।
আরও পড়ুন:
পঞ্চমে মেলোডি, পর্ব-৩৪: আরডি-র গানে সারা পৃথিবীর মিউজিক উঠে এসেছিল
মন্দিরময় উত্তরবঙ্গ, পর্ব-১২: শতাব্দী প্রাচীন কোচবিহারের মদনমোহন ঠাকুর মহারাজাদের কূলদেবতা
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এই গভীর নিম্নচাপের জেরে পুজোর মধ্যেই একাধিক জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে কলকাতা-সহ পাঁচ জেলায় বৃষ্টিপাত শুরু হতে পারে। নবমীর দিন হালকা বৃষ্টি হতে পারে কলকাতা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হাওড়া এবং হুগলি জেলায়। এদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু এলাকায়।
দশমীতে কলকাতা-সহ হাওড়া এবং হুগলি জেলার কোনও কোনও এলাকায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু জায়গায়। সেই সঙ্গে ২০ থেকে ৩০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও অল্প বিস্তর বর্ষণের সম্ভাবনা রয়েছে। এমনটাই জানিয়েছে আলিপুর হাওয়া দফতর।
আরও পড়ুন:
রোহিতের পুলিশ ব্রহ্মাণ্ডে প্রথম মহিলা সদস্য রণবীর ঘরণী দীপিকা, প্রকাশ্যে নায়িকার ফার্স্ট লুক
এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১৯: সুন্দরবনের জঙ্গল-জননী বিশালাক্ষী
একাদশীতেও ছাড় নেই। এদিন বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলা। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গল এবং বুধবার সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই দুদিন, মৎস্যজীবীদের সমুদ্রের কাছে যেতে মানা করা হয়েছে।