বুধবার ৩ জুলাই, ২০২৪


ছবি: প্রতীকী।

রাজ্য জুড়ে একটানা গরমে জেরবার অবস্থা। যদিও এর মধ্যেই ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া দফতর। তবে রাজ্যের কোনও কোনও অংশে তাপপ্রবাহের সম্ভাবনাও রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় আগামী পাঁচ দিন বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও গরমের কারণে অস্বস্তি বজায় থাকবে।
কলকাতায় সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে। উত্তর ২৪ ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার জন্যও হাওয়া দফতর একই পূর্বাভাসের কথা শুনিয়েছে। উল্ট দিকে আবার তাপপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে।
আরও পড়ুন:

হজমশক্তি বাড়াতে রোজ কী ভাবে হলুদ খাবেন, সবথেকে বেশি উপকার পাবেন

পঞ্চমে মেলোডি, পর্ব-১২: হঠাৎ স্নানঘর থেকে পঞ্চমের চিৎকার ‘মিল গয়া মিল গয়া’, সৃষ্টি হল সেই জনপ্রিয় গান ‘মুসাফির হুঁ ইয়ারো’

মঙ্গলবারও এই জেলাগুলিতে গতকালের মতো আবহাওয়া থাকবে। বুধবার কিছুটা ঝড়বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এদিন কোথাও তাপপ্রবাহের পূর্বাভাস নেই। হাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণের প্রায় সব জেলাতে বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ২৭ ডিগ্রি। সোমবার সর্বোচ্চ পারদ ৩৬ ডিগ্রির আশপাশ থাকতে পারে বলে হাওয়া দফতর জানিয়েছে।
আরও পড়ুন:

স্বাদে-আহ্লাদে: তপ্ত দিনে প্রাণ জুড়োতে বন্ধুদের জন্য বানিয়ে ফেলুন আমপান্না

বিধানে বেদ-আয়ুর্বেদ: আমে কী কী পুষ্টিগুণ আছে? ফলের রাজা শরীরের লাভ না ক্ষতির কারণ? কী বলছে আয়ুর্বেদ শাস্ত্র?

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গে সোমবার কয়েক দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে। আপাতত উত্তরবঙ্গে আগামী ৩ দিন তাপমাত্রার পারদের তেমন ফেরফের হবে না। দিন তিনেকের পর থেকে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পারদ নামতে পারে।

Skip to content