সোমবার ৮ জুলাই, ২০২৪


ছবি: প্রতীকী।

রাজ্যে তৎকাল বিবাহ ব্যবস্থা চালু হতে চলেছে। এ নিয়ে রাজ্য আইন দফতরও অনেকটা কাজ সেরে ফেলেছে। যে ভাবে হিন্দু ম্যারেজ অ্যাক্ট মেনে বিয়ে হত, এ বার সেই পদ্ধতিতেই পরিবর্তন আনা হবে।

হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী, কেউ যদি সামাজিক বিয়ের পর আবেদন করেন, তাহলে রেজিস্ট্রির জন্য তাঁদের সাত দিন অপেক্ষা করতে হয়। সেক্ষেত্রে নব-দম্পতি অষ্টম দিনে রেজিস্ট্রি বিয়ে করতে পারেন। নয়া নিয়মে সেই পদ্ধতিতে বদল আনা হচ্ছে। অর্থাৎ এ বার একদিনেই বিয়ে করা যাবে।
বর্তমান নিয়মে রেজিস্ট্রি বিয়ে করতে চাইলে বা সামাজিক বিয়ের দিন রেজিস্ট্রি বিয়ে করতে হলে ন্যূনতম ৩০ দিন আগে আবেদন করতে হয়। স্পেশাল ম্যারেজ অ্যাক্টের ১৩ নম্বর ধারায় একটি নির্দিষ্ট আবেদনপত্র পূরণ করে জমা দিতে হয়। সেখানে উল্লেখ করতে হয় পাত্রপাত্রীর নাম, বয়স, ঠিকানা ইত্যাদি। সঙ্গে কিছু প্রমাণপত্রও লাগে। কিন্তু নতুন নিয়ম চালু হলে সঠিক নথি জমা দিয়ে একদিনের মধ্যেই রেজিস্ট্রি বিয়ে সেরে ফেলতে পারবেন দম্পতি। যদিও হিন্দু ম্যারেজ অ্যাক্টকে সামনে রেখে এই ব্যবস্থা করা হচ্ছে।
আরও পড়ুন:

টুথপেস্টের টিউবে ভিন্ন ভিন্ন রঙের অর্থ কী? সত্যিটা জানলে অবাক মনে হতে পারে

চলো যাই ঘুরে আসি: মধ্যপ্রদেশ বা ছত্তিশগড় নয়, আমাদের এই বাংলাতেই রয়েছেন ডোকরা শিল্পীরা

সূত্রের খবর, রাজ্যের আইন দফতর এ বিষয়ে অনেকটাই কাজ সেরে ফেলেছে। পুরো কাজ সম্পন্ন হলেই তা প্রস্তাব আকারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন মন্ত্রিসভার বৈঠকে পাঠানো হবে। মন্ত্রিসভার বৈঠকে সেটি পাশ হলে, তা কার্যকর করা হবে। তবে পুরো প্রক্রিয়া মিটতে আরও কমবেশি মাস ছয়েক সময় লাগতে পারে। মন্ত্রিসভার বৈঠকে পাশ হলে সেটি রাজ্যের ম্যারেজ রেজিস্ট্রারের কাছে যাবে। সেখানে নতুন পদ্ধতির সব দিক খতিয়ে দেখার পরে সব ঠিকঠাক থাকলে তবেই তা চালু করা হবে।
আরও পড়ুন:

সুস্থ থাকুন, ভালো থাকুন: ডায়াবিটিস বাগে আনতে কোন প্রোটিন খেতেই হবে, আর কী কী এড়াতেই হবে?

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-২: চলমান সুন্দরবন

আইন দফতর সূত্রে জানা গিয়েছে, তৎকাল বিবাহ ব্যবস্থা ২০২৪ সালের জানুয়ারি মাস নাগাদ চালু হতে পারে। এই মুহূর্তে এই ধরনের তৎকাল বিবাহ ব্যবস্থা শুধু দিল্লিতে চালু রয়েছে। তৎকাল বিবাহের জন্য অফলাইনে আবেদন করা যাবে। তবে যাঁরা বিদেশে থাকেন তাঁদের জন্য অনলাইন ব্যবস্থাও থাকবে।

Skip to content