রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


রাজপাট রেখে চিরঘুমে ‘রাজা’। দক্ষিণ খয়েরবাড়ি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রের বিশ্বের সব চেয়ে বৃদ্ধ সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার ‘রাজা’র মৃত্যু হয়েছে। রবিবার রাত ২টো নাগাদ ২৫ বছর ১০ মাস বয়সী রাজার মৃত্যু হয়। তার মৃত্যুতে শোকাচ্ছন্ন জলদাপাড়া জাতীয় উদ্যানের বনকর্মীরা।
বন দফতর গত বছরই সাড়ম্বরে রাজার ২৫তম জন্মদিন পালন করেছিল। ২০০৮ সালে সুন্দরবনের মাতলা নদী পেরনোর সময় রাজার পিছনের বাঁ দিকের পা খুবলে নিয়েছিল কুমির। জলদাপাড়া বন বিভাগের দক্ষিণ খয়েরবাড়ির বাঘ পুনর্বাসন কেন্দ্রে মরণাপন্ন অবস্থায় রাজাকে নিয়ে আসা হয়। বেশ কয়েক মাস ভগার পর নতুন জীবন ফিরে পায়রাজা।
মৃত্যু প্রসঙ্গে বন দফতর জানিয়েছে, বার্ধক্যজনিত নানা কারণে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার রাজার মৃত্যু হয়েছে। জলদাপাড়া জাতীয় উদ্যানের ডিএফও দীপক এম, আলিপুরদুয়ার জেলাশাসক সুরেন্দ্রকুমার মিনা দক্ষিণ খয়েরবাড়িতে পদ্ধতি মেনে রাজাকে পুড়িয়ে ফেলা হয়। প্রায় ১৪০ কেজি ওজনের দেহ পোড়াতে তিন ঘণ্টারও বেশি সময় লেগেছে। বনদপ্তর পুরো প্রক্রিয়াটি ভিডিও রেকর্ডিং করে রেখেছে। ডিএফও দীপক এম বলেন, গান স্যালুট না দেওয়া হলেও আমরা রাজাকে স্যালুট দিয়েছি। দক্ষিণ খয়েরবাড়িতে রাজার স্মৃতিতে স্মৃতি সৌধ তৈরি করা হবে।
বৃহস্পতিবার বাদে রাজার খাবারের তালিকায় থাকত, দশ কেজি মাংস। এছাড়াও গ্লুকোজ, ওআরএস মেশানো জল দেওয়া হত রাজাকে। এই রাজার নাকি স্নান না সারলে ঘুম হত না, জানিয়েছেন বন দফতরের এক কর্মী!


Skip to content