মঙ্গলবার ৩ ডিসেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

উত্তরে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে কিন্তু এখনও তাপপ্রবাহের সতর্কতা জারি আছে। হাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবারও দক্ষিণের ছ’টি জেলায় তাপপ্রবাহ চলতে পারে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবার তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও পূর্ব বর্ধমান এবং বাঁকুড়াতে। এই জেলাগুলিতে আগামী শনিবার পর্যন্ত তাপপ্রবাহ চলতে পারে। আপাতত শনিবার পর্যন্ত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
যদিও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আগামী কয়েক দিন হালকা বৃষ্টি হতে পারে বলে হাওয়া দফতর জানিয়েছে। মঙ্গলবার উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলিতে আগামী শনিবার পর্যন্ত বৃষ্টি হতে পারে।

হাওয়া দফতর জানিয়েছে, এখনই কলকাতায় তাপপ্রবাহের কোনও পূর্বাভাস নেই। মঙ্গলবার শহরের আকাশ মেঘলা থাকবে। বিকেল নাগাদ শহরের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রির আশপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
আরও পড়ুন:

হুঁকোমুখোর চিত্রকলা, পর্ব-১: রস নাই?

৩২ বছর পর ফের এক ছবিতে দুই মহাতারকা! কোন ছবিতে দেখা যাবে অমিতাভ ও রজনীকান্তকে?

উত্তরবঙ্গে সোমবারই বর্ষা ঢুকেছে। আগামী কয়েক দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে। শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে। মঙ্গলবার বৃষ্টি হতে পারে মালদহ এবং দুই দিনাজপুরও। তবে মালদহ এবং দুই দিনাজপুরে মঙ্গলবারের পর থেকে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই।
আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৯: যোগ্য বা অযোগ্য—যে মানুষই রাজার আশেপাশে থাকেন, রাজা তারই কথায় ওঠেন-বসেন

চায়ের সঙ্গে বিস্কুট খেতে খুব ভালোবাসেন? এই অভ্যাস স্বাস্থ্যের পক্ষে কী কী ঝুঁকি বাড়ায় জানেন?

হাওয়া দফতর এও জানিয়েছে, দক্ষিণবঙ্গে এখনও বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়নি। সে কারণে আগামী পাঁচ দিন দক্ষিণের ছ’টি জেলায় তাপপ্রবাহ চলতে পারে। হালকা বৃষ্টি হলেও তাতে তাপমাত্রার পারদের তেমন পার্থক্য হওয়ার সম্ভাবনা নেই। উলটে অস্বস্তিকর গরম বজায় থাকবে।

Skip to content