শুক্রবার ৫ জুলাই, ২০২৪


ছবি: প্রতীকী। সংগৃহীত।

বাংলায় কয়েক দিন ধরে যে হারে বর্ষণ হচ্ছিল, এ বার তার দাপট কমবে। আবহাওয়া দফতরও সোমবারের পর থেকে আর বৃষ্টির পূর্বাভাস দেয়নি। হাওয়া দফতরের রিপোর্ট বলছে, সোমবার থেকেই বৃষ্টি ক্রমশ কমতে থাকবে। সঙ্গে তাপমাত্রার পারদও বৃদ্ধি পাবে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির হতে পারে দক্ষিণবঙ্গের সবক’টি জেলাতেই। তবে আগামীকাল মঙ্গলবার থেকে আর বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ক্রমশ বৃষ্টি কমবে উত্তরবঙ্গেও। সোমবার উত্তরবঙ্গের পাঁচটি জেলায় বৃষ্টি হবে না। পাহাড়ঘেঁষা জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারেও বৃষ্টির সম্ভবনা নেই। এদিকে, মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের কোনও কোনও অংশে বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও মঙ্গলবার থেকে কমে যাবে।
আরও পড়ুন:

রণবীরের প্রাক্তনের সংখ্যা খুব কম নয়, তবে স্ত্রী আলিয়া শুধু বন্ধুত্ব রেখেছেন দীপিকা-ক্যাটরিনার সঙ্গেই, কেন?

উত্তম কথাচিত্র, পর্ব-৪৬: বহু জনমের মায়া, ধরিল যে কায়া, ওগো ‘শিল্পী’ সে তো শুধু তোমারই ছায়া

হাওয়া দফতর এও জানিয়েছে, বাংলার উপর একটি মৌসুমি অক্ষরেখা রয়েছে। এই মুহূর্তে বাঁকুড়ার উপরে অবস্থান করছে। এর প্রভাবে অল্প বিস্তর বৃষ্টির সম্ভাবনা এখনও রয়েছে। তবে আগের মতো আর বৃষ্টির দাপট থাকবে না।

অন্যদিকে, আন্দামান সাগরে পুজোর আগে আগেই ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওয়া দফতর সে দিকে কড়া নজর রেখেছে। এখনও পর্যন্ত জানা গিয়েছে, আগামী ২৯ সেপ্টেম্বর ওই ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। ঘূর্ণাবর্ত তৈরি হলে ২৪ ঘণ্টার মধ্যেই সে তার শক্তি বৃদ্ধি করবে। তার পরে ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে নিম্নচাপের রূপ নিয়ে স্থলভাগের দিকে ধেয়ে আসতে পারে। যদিও সেই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় তৈরি হবেই এমনটা বলতে পারছে না আবহাওয়া দফতর। কিছু দিন পরে তা জানা যাবে।
আরও পড়ুন:

মুখের অবাঞ্ছিত লোম নিয়ে অস্বস্তি? এ সব উপায়ে রেহাই পান সহজে

পুজোর সময়েই আচমকা বন্ধ হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ! পরিষেবা চালু রাখতে কী করবেন?

নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নিলে বাংলায় তার কী প্রভাব পড়বে? এ বিষয়ে এখনই পরিষ্কার ভাবে বলা সম্ভব নয়। তবে আন্দামান সাগরে এই ঘূর্ণাবর্তের যে অনুকূল পরিস্থিতি রয়েছে, এখন তার দিকেই হাওয়া দফতর নজর রেখেছে। ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ হলে তার প্রভাবে ঘূর্ণিঝড়ের জন্ম হলে পুজোর আগে ঝড়বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এ-ও জানা গিয়েছে, আন্দামান সাগরে তৈরি নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে ‘তেজ’। যদি তা হয়, তবে পুজোর মুখে বাংলার উপকূলেও ঝড়বৃষ্টি হতে পারে।

Skip to content