শনিবার ৬ জুলাই, ২০২৪


অবশেষে রাজ্যের ডিএ মামলা গেল শীর্ষ আদালতের নতুন বেঞ্চে। এখন মামলাটি বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং বিচারপতি হৃষীকেশ রায়ের ডিভিশন বেঞ্চে গিয়েছে। ডিএ (মহার্ঘ ভাতা) মামলার পরবর্তী শুনানির দিন ঠিক হয়েছে আগামী ১৬ জানুয়ারি সোমবার।
মামলাটি গত বছর ডিসেম্বরে শুনানির কথা ছিল। কিন্তু এই মামলা থেকে বিচারপতি দীপঙ্কর দত্ত সরে দাঁড়ালে শুনানি পিছিয়ে যায়। কমবেশি এক মাস পর অবশেষে নতুন বেঞ্চে গঠন করা হয়েছে। ডিএ মামলার বেঞ্চে বিচারপতি দীপঙ্কর দত্তর সঙ্গে বিচারপতি মাহেশ্বরীইও ছিলেন।
রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এই মামলার দিকে তাকিয়ে রয়েছেন। গত বছর ৫ ডিসেম্বর প্রথম শুনানির জন্য ওঠে। পরে মামলার শুনানি পিছিয়ে ১৪ ডিসেম্বর করা হয়। সেই সঙ্গে মামলা শুনানির জন্য গঠন করা হয় নতুন ডিভিশন বেঞ্চ। সেই বেঞ্চে ছিলেন দুই বাঙালি বিচারপতি— বিচারপতি হৃষীকেশ রায় এবং বিচারপতি দীপঙ্কর দত্ত।
আরও পড়ুন:

জমাটি শীত কি এখনই উধাও! উত্তুরে হাওয়ার দাপটও ক্রমশ কমছে, পারদপতন নিয়ে হাওয়া দফতর কী বলল?

কিম্ভূতকাণ্ড, পর্ব-৭: একানড়ে ফিসফিস করে ছড়া কাটছে—পোঁড়া গাঁছের বেঁল, দাঁঠাকুরের খেঁল, গঁরিব চাঁষার…

কিন্তু এদিনই বিচারপতি দত্ত মামলাটি থেকে সরে দাঁড়ানোয় শেষ পর্যন্ত শুনানি হয়নি। নতুন বছরে জানুয়ারি মাসে ফের মামলাটির শুনানির কথা ছিল। সেই মতো আগামী ১৬ জানুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এদিকে, বিচারপতি দত্ত সরে যাওয়ায় নতুন কোনও বেঞ্চে এই মামলাও পাঠানো হয়নি। সূত্রের খবর, চলতি সপ্তাহেই তা হয়ে যাবে।
আরও পড়ুন:

ইংলিশ টিংলিশ, মাধ্যমিক পরীক্ষার্থীরা সহজে শিখে নাও Transformation of Sentences by changing the DEGREES of Adjectives

খাই খাই: জিভে জল আনা এমন ফুলকপির পরোটাতেই জমে যাক শীতের পাত!

কলকাতা হাই কোর্ট গত বছর মে মাসে রাজ্যের সরকারি কর্মচারীদের ৩১ শতাংশ হারে ডিএ দেওয়ার নির্দেশ দিয়ে ছিল। রাজ্য সরকার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যায়। তাদের যুক্তি, কলকাতা হাই কোর্টের রায় মেনে বকেয়া ডিএ দিতে হলে খরচ হবে প্রায় ৪১ হাজার ৭৭০ কোটি টাকা, যা রাজ্য সরকারের পক্ষে বহন করা কষ্টকর।

Skip to content