বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

অবশেষে বর্ষা প্রবেশ করল বাংলায়। সোমবার উত্তরবঙ্গের একাধিক জায়গায় বর্ষা ধুকেছে। বাংলায় বর্ষা প্রথম প্রবেশ করে উত্তরবঙ্গে। তার পরে ক্রমশ দক্ষিণবঙ্গে ধোকে মৌসুমি বায়ু। সাধারণ ভাবে উত্তরবঙ্গে বর্ষা ঢোকার সময় ১০ জুন। যদিও এ বার ২ দিন পরে উত্তরবঙ্গে ঢুকল বর্ষা। সেই হিসেবে দক্ষিণবঙ্গে সোমবার বর্ষা প্রবেশ করার কথা। তাই কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলির জন্য আপাতত অপেক্ষা করতে হবে।
এ বছর দেশেও দেরিতে বর্ষা ধুকেছে। মৌসুমি বায়ু প্রথম কেরলেই পা রাখে। সরকারি ভাবে কেরলে বর্ষা ঢোকার স্বাভাবিক সময় ১ জুন। তবে এ বার ৮ জুন ঢুকেছে বর্ষা। তার পর থেকেই প্রতীক্ষায় ছিল বাংলা। অবশেষে অপেক্ষার অবসান ঘটল। বেশ কিছু দিন ধরে দহন জ্বালায় জেরবার বঙ্গবাসী। তাপপ্রবাহের পরিস্থিতি তৈরিও হয়েছিল কিছু জেলায়। এই আবহে সবাই বর্ষার অপেক্ষায় ছিলেন।
আরও পড়ুন:

বিধানে বেদ-আয়ুর্বেদ: হার্টের অসুস্থতায় বুকের ব্যথায় ভুগছেন? আয়ুর্বেদ মতে কীভাবে মোকাবিলা করবেন? রইল সমাধান

উত্তম কথাচিত্র: পর্ব-৩৮: চলতে চলতে ‘সাহেব বিবি ও গোলাম’

রবিবার উত্তরের পাশাপাশি দক্ষিণের একাধিক জেলায় হালকা বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে ভিজেছে কলকাতাও। সোমবারও সকাল থেকে শহরের আকাশের মুখ ভার। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস আছে। যদিও তাতে খুব একটা লাভ হবে না। কারণ রাজ্যের কয়েকটি জেলা তীব্র উত্তাপের হাত থেকে এখনই রেহাই পাবে না।

তবে আলিপুর আবহাওয়া দফতর বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে সোমবার থেকে মঙ্গলবারের মধ্যে বর্ষা ঢুকতে পারে। সে রকমই অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার কিছু জায়গায়। এ ছাড়াও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়।
আরও পড়ুন:

ক্যাবলাদের ছোটবেলা, পর্ব-২: “যে ‘কেবল’ পালিয়ে বেড়ায়”

দাঁতের দাগে সবার সামনে মুখ খোলাই দায়? রয়েছে দাগ তোলার ঘরোয়া উপায়

এই মুহূর্তে একটি নিম্নচাপ অক্ষরেখা পূর্ব উত্তরপ্রদেশ থেকে ওড়িশা পর্যন্ত অবস্থান করছে। এর জেরেই দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায়। হাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার পর্যন্ত রাজ্যের একাধিক জায়গায় বৃষ্টি হতে পারে।

কিন্তু আগামী ২৪ ঘণ্টায় পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার বিভিন্ন অংশে তাপপ্রবাহ হাতে পারে। সেই মতো কমলা সতর্কতাও জারি করেছে হাওয়া দফতর। সোমবার ২৪ ডিগ্রি সেলসিয়াস ছিল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ। আর সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রির আশপাশে থাকতে পারে।

Skip to content