সোমবার ৮ জুলাই, ২০২৪


ছবি: প্রতীকী।

ঘূর্ণিঝড় মোকা এবার দ্রুত গতিতে ধেয়ে আসছে। সে শনিবার ভোরেই অতি প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়ের পরিণত হয়েছে। মোকা গত ৬ ঘণ্টায় ৮ কিলোমিটার গতিবেগে এগিয়েছে। এর ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মূলত উপকূলবর্তী জেলাগুলিতে। এমনটাই জানিয়েছে হাওয়া দফতর।

আবহাওয়া দফতর শনিবার সকালে জানিয়েছে, এই মুহূর্তে মায়ানমারের সিত্তে বন্দর থেকে ৬৯০ কিলোমিটার দূরে রয়েছে মোকা। আর বাংলাদেশের কক্সবাজার থেকে ৭৬০ লোমিটার দূরে রয়েছে। সমুদ্র থেকে আরও জলীয় বাষ্প নিয়ে দ্রুত গতিতে এগিয়ে চলেছে মোকা। আর মাত্র ৩০ ঘণ্টারই পর রবিবার বেলা সাড়ে বারোটা নাগাদ ঘূর্ণিঝড় মোকা স্থলভূমিতে আছড়ে পড়বে। ঘূর্ণিঝড়ের সম্ভাব্য সর্বোচ্চ গতি থাকবে ঘণ্টায় ১৫০ থেকে ১৬০ কিলোমিটার।
হাওয়া দফতর এ-ও জানিয়েছে, ঘূর্ণিঝড় মোকার মূল প্রভাব পড়বে মায়ানমারেই। যদিও বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যাওয়ার সময় সে দেশের একাধিক জায়গায় তার প্রভাব পড়তে পারে। বাংলাদেশে ঝড়ের গতি থাকতে পারে ঘণ্টায় ১৪০ কিলোমিটার। বাংলাদেশে এই ঝড়ের প্রভাব পড়তে পারে চট্টগ্রাম, কক্সবাজার, সেন্ট মার্টিন, টেকনাফ, মহেশখালিতে। ইতিমধ্যে ঢাকা এবং ইয়াঙ্গন প্রশাসন সম্ভাব্য প্রস্তুতি সেরে রেখেছে।
আরও পড়ুন:

মাঝেমধ্যেই কি মাইগ্রেনের ব্যথা কাবু করে দেয়? রাতে মিনিট দশেক সময় ব্যয় করলেই মিলবে সুফল

বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-৫৪: মাছের বাজারের দুনিয়ায় আলিপুরের ‘নেট বাজার’ তালিকায় শীর্ষে

এদিকে, পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের জন্য সতর্ক জারি করা হয়েছে। রবিবার পর্যন্ত তাঁদের সমুদ্রে যেতে বারণ করেছে হাওয়া দফতর। শনিবার পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া। বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি এবং নদিয়াতে। রবিবার উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সোমবার উত্তরবঙ্গের সব কটি জেলাতেই থেকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন:

‘আরআরআর’-এর সাফল্যের পরে ‘মহাভারত’-এর কাহিনি নিয়ে রাজামৌলির নতুন চ্যালেঞ্জ

হেলদি ডায়েট: সুপারফুড চিয়া সিডের এই সব জরুরি পুষ্টিগুণের কথা জানতেন?

ঘূর্ণিঝড় মোকার জন্য সতর্কতা হিসেবে আজ শনিবার সকাল থেকে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের উপকূলে মাইকে দিয়ে প্রচার করা হচ্ছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর পক্ষ থেকে সকাল থেকে মকড্রিল হয়েছে কুলতলি থানার কৈখালী, মাতলা নদীতে। এলাকার বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। কুলতলি ব্লক প্রশাসন শুকনো খাবার, ত্রিপল মজুত করে রেখেছে বলে জানা গিয়েছে। প্রশাসন সুন্দরবনের বিশেষ নজরদারি করছে।

Skip to content