মঙ্গলবার ৪ মার্চ, ২০২৫


ছবি: সংগৃহীত।

আচমকা এক ব্যক্তি বন্দুক হাতে করে ঢুকে পড়লেন স্কুলের শ্রেণিকক্ষে। তাঁর হাতে ধরা আছে বন্দুক। চাকু রাখা আছে ট্রাউজার্সের তলায়। এখানেই শেষ নয়, ওই ব্যক্তি ক্লাসঘরে প্রবেশ করে শিক্ষকের জন্য রাখা টেবিলের উপর দু’টি বোতল রাখেন। জানা গিয়েছে, বিয়ারের বোতলে রয়েছে অ্যাসিড। ঘটনাটি ঘটেছে বুধবার মালদহের মুচিয়া চন্দ্র মোহন হাই স্কুলে। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন:

ইংলিশ টিংলিশ: ‘be verb’ এবং ‘have verb’ এর ব্যবহার জানেন? সহজ উপায়ে শিখে নিতে ভিডিয়ো ক্লিপটি দেখুন

দু’জনের মধ্যে মনের মিল থাকলেও নেই কোনও শারীরিক আকর্ষণ! তৈরি করা কি সম্ভব

শেষমেশ ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। আগ্নেয়াস্ত্র নিয়ে শ্রেণিকক্ষে ঢুকে সপ্তম শ্রেণির পড়ুয়ারাদের আটক করে রাখেন তিনি। এতে আতঙ্কিত হয়ে পড়ে পড়ুয়া এবং অভিভাবকরা। পুলিশ গিয়ে ওই ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র সহ আটক করেছে।
আটক ব্যক্তির দাবি, তাঁর ছেলে নিখোঁজ। তাঁর দাবি, ছেলেকে খুঁজে দিতে হবে বলেই তিনি এ ভাবে ভয় দেখাচ্ছেন। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তি এলাকারই বাসিন্দা। পুলিশ প্রাথমিক তদন্তে জানিয়েছে, ধৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন।

Skip to content