রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


ছবি: প্রতীকী।

ফেব্রুয়ারির শেষেই রোদে বেরলে ত্রাহি ত্রাহি রব তুলছেন অনেকে। চলতে শুরু করেছে বাড়ির পাখাও। এখনই দিন এবং রাতের তাপমাত্রার তেমন পরিবর্তন নেই। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাসও নেই। যদিও মার্চের শুরুতেই নাকি লাফিয়ে বাড়তে পারে তাপমাত্রার পারদ। মার্চেই তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ঘোরে পৌঁছে যেতে পারে।
রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ২২.১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শনিবার সর্বোচ্চ পারদ ছিল ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস। হাওয়ায় জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৩৯ থেকে ৯৪ শতাংশ। আলিপুর হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে মার্চের শুরুতেই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হবে। প্রথম সপ্তাহেই ৩৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে হতে পারে তাপমাত্রা।
আরও পড়ুন:

ঋণের দায়ে প্রায় দেউলিয়া হয়ে যাওয়া পাকিস্তানকে উদ্ধার করতে পারেন মোদী! দাবি প্রাক্তন ‘র’ প্রধানের

প্রতিদিন আপেল খাচ্ছেন? এতে নিজের অজান্তে বিপদ ডেকে আনছেন না তো?

এও জানা গিয়েছে, এখন কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় রাতে ও সকালে আবহাওয়া আরামদায়ক হবে। যদিও দিনের বেশিরভাগ সময়ই বেশ গরম থাকবে। উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। আগামী কয়েক দিন দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাপমাত্রারও তেমন পরিবর্তন হবে না। আপাতত তাপমাত্রা স্বাভাবিক বা তার উপরই থাকবে।
আরও পড়ুন:

স্বাদে-আহ্লাদে: চিকেন প্রিয়? তাহলে এমন হায়দরাবাদি চিকেনে জমিয়ে দিন দুপুর

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৫২: বইয়ের সব কপি কবির নির্দেশে বাজার থেকে তুলে নেওয়া হয়েছিল

রাজ্যে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে আগামী মঙ্গলবার। একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বাংলাদেশে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা, পাঞ্জাব, চণ্ডীগড়ে। কাশ্মীর উপত্যকা ও হিমাচলপ্রদেশে ফেব্রুয়ারির শেষ ও মার্চের শুরুতে তুষারপাত হতে পারে।

Skip to content