মঙ্গলবার ৯ জুলাই, ২০২৪


ছবি: প্রতীকী।

আপাতত দমদমে নন ইন্টারলকিংয়ের কাজ স্থগিত রাখা হচ্ছে। রেল বিবৃতি দিয়ে এমনটাই জানিয়েছে। রেল বলেছে, ‘অপ্রত্যাশিত পরিস্থিতি’তে নন ইন্টারলকিংয়ের কাজ পিছিয়ে গিয়েছে। এই কাজ চলার কথা ছিল শুক্রবার থেকে ৪ মার্চ, সোমবার পর্যন্ত। সেই কারণে ট্রেন পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা ছিল। যদিও রেল কর্তৃপক্ষ শুক্রবার জানিয়েছেন, আপাতত ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে।
রেল এ-ও জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তার কারণেই নন ইন্টারলকিংয়ের কাজ করার কথা ছিল। এই কাজ সম্পন্ন হলে ট্রেন সফর আরও সুরক্ষিত হবে। যদিও রেলের তরফে জানানো হয়নি কবে থেকে আবার নন ইন্টারলকিংয়ের কাজ শুরু হবে।
আরও পড়ুন:

শনি থেকে টানা চার দিন শিয়ালদহে আপ-ডাউনে বাতিল বহু ট্রেন, ভোগান্তির আশঙ্কা, কী বলছে রেল?

প্রথম ছবিতেই বাবার সঙ্গে সুহানা! কোন চরিত্রে থাকছেন শাহরুখ?

উল্লেখ্য, ট্রেন বাতিলের কথা পূর্ব রেল বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল। রেলের তরফ থেকে ব্লা হয়েছিল, দমদম স্টেশনে আগামী ১ মার্চ থেকে ৪ মার্চ অবধি নন-ইন্টারলকিংয়ের কাজ চলবে। ফলে ট্রেন পরিষেবা এই সময়ের মধ্যে আংশিক ব্যাহত হবে। তার মধ্যে শনিবার এবং রবিবার কিছু ট্রেন পুরোপুরিই বাতিল থাকবে। পূর্ব রেলে এও জানিয়েছিল, সুরক্ষিত এবং নিরাপদ ট্রেন পরিষেবার জন্য নন-ইন্টারলকিংয়ের এই কাজ খুবই গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন:

রোজ ২ লিটার জল খেতেই হবে! পর্যাপ্ত জলপান না করলে কী কী অসুবিধে হতে পারে?

পর্দার আড়ালে, পর্ব-৪৯: শ্রদ্ধাঞ্জলি— প্রযোজক-গায়িকা অসীমা মুখোপাধ্যায়, অভিনেত্রী অঞ্জনা ভৌমিক ও গীতিকার মিল্টু ঘোষ

রেল ট্রেন বাতিলের একটি তালিকা প্রকাশ করেছিল। সেই তালিকায় লোকাল ট্রেন এবং এক্সপ্রেস ট্রেন দুই-ই ছিল। শিয়ালদহ থেকে হাসনাবাদ, ঠাকুরনগর, হাবড়া, ডানকুনি, রানাঘাট, মধ্যমগ্রাম, দমদম ক্যান্টনমেন্ট, নৈহাটি, বারাসত, গোবরডাঙা, কাটোয়া, ব্যারাকপুর, বর্ধমান, দত্তপুকুর, বজবজ এবং বনগাঁ পর্যন্ত আপ এবং ডাউন লাইনে যে সব ট্রেন চলাচল করে তার একটা বড় অংশ আগামীকাল ২ মার্চ শনিবার বাতিল করা হয়েছে বলে রেল জানিয়েছিল।

বৃহস্পতিবার রেল বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল, শিয়ালদহ শাখায় ৩ মার্চ রবিবারও কিছু ট্রেন বাতিল থাকবে। যেমন হাসনাবাদ, হাবড়া, রানাঘাট, ডানকুনি, গোবরডাঙা, হাবড়া, দত্তপুকুর, ব্যারাকপুর, নৈহাটি, কাটোয়া এবং বর্ধমান লোকালের আপ এবং ডাউন ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি রবিবার বাতিল করা হয়েছে শিয়ালদহ-সিউড়ি মেমু এক্সপ্রেসটিও।

সেই বিজ্ঞপ্তি এও বলা হয়েছিল, ১ মার্চ থেকে ৪ মার্চ অর্থাৎ শুক্রবার থেকে সোমবার পর্যন্ত শিয়ালদহ শাখায় এই চার দিন একাধিক ট্রেনের গতিপথ এবং সময়ও বদল করা হচ্ছে। মহিলাদের জন্য নির্দিষ্ট ট্রেন বিশেষ পরিস্থিতিতে সাধারণ ইএমইউ হিসাবে চালানো হবে। বনগাঁ-বারাসত লোকাল শুক্রবার থেকে রবিবার পর্যন্ত শিয়ালদহ পর্যন্ত চলবে। বারাসত পর্যন্ত চলবে বনগাঁ-শিয়ালদহ লোকাল। কল্যাণী সীমান্ত লোকাল চলবে কল্যাণী স্টেশন অবধি। চক্ররেল পরিষেবাও শনিবার এবং রবিবার বন্ধ থাকছে।

Skip to content