বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী। সংগৃহীত।

পুজোর মুখে বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে বাংলায় নতুন করে বৃষ্টির শুরু হয়েছে। রাজ্যের প্রায় সব জেলাতেই বৃষ্টি চলছে। আবহাওয়া দফতর ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে। কয়েকটি জেলায় আবার কমলা সতর্কতা জারি করা হয়েছে। কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

হাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত থেকে তৈরি নিম্নচাপটি স্থলভাগের কাছাকাছি এসে পৌঁছেছে। এখন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবেই রাজ্য জুড়ে বৃষ্টি হচ্ছে। ঝোড়ো হাওয়া বইছে সাগরে। সমুদ্রে ঘণ্টায় ৪৫ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। তাই মৎস্যজীবীদের জন্য আবহাওয়া দফতর নিষেধাজ্ঞা জারি করেছে। রবিবার পর্যন্ত সমুদ্রে মাছ সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর রবিবারের বুলেটিনে জানিয়েছে, আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টি হতে পারে। রবিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এ ছাড়াও দক্ষিণবঙ্গের ছয় জেলা অর্থাৎ কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পুরুলিয়াতে ভারী বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন:

বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-৭৫: খাল-বিলে কিছু পরিমাণ পুঁটি পাওয়া গেলেও, এখন আর সব কটি প্রজাতির মাছের দেখা মেলে না

বিরুষ্কার পরিবারে আবার নতুন অতিথি, কন্যা ভামিকার খেলার সঙ্গী আসছে শীঘ্রই?

দক্ষিণবঙ্গের প্রায় সবক’টি জেলাতেই সোমবার এবং মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণ হবে। কোনও কোনও অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মনে করা হচ্ছে বুধবার থেকে ধীরে ধীরে বৃষ্টি কমবে বলে। এ দিনই অবশ্য উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনাতে ভারী বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন:

১০ বছর বয়সেই পর্নোগ্রাফি সাইটে ফাঁস শ্রীদেবী-কন্যা জাহ্নবীর ছবি, স্কুলেও চরম হেনস্থার শিকার হন নায়িকা

ড্রপ ব্যবহার করেও কিছুতেই খুলছে না বন্ধ নাক? এই ঘরোয়া উপায়গুলি চেষ্টা করে দেখতে পারেন

উত্তরবঙ্গে রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং বাদে দুই দিনাজপুরেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্য জেলায়গুলিতে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের সব জেলাতেই সোমবার ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার থেকে মালদহ এবং দুই দিনাজপুরে বৃষ্টি কিছুটা কমতে পারে। তবে বুধবার পাহাড় থেকে সমতলে সর্বত্র ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কমলা সতর্কতা জারি করা হয়েছে আলিপুরদুয়ার এবং কোচবিহারে। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে।

Skip to content