ছবি: প্রতীকী।
কলকাতা-সহ রাজ্যের কয়েকটি জেলা মঙ্গলবার রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার উল্টোরথের দিনও কলকাতার সঙ্গে আরও তিন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বুধবার বৃষ্টি হতে পারে কলকাতা এবং হাওড়াতে। পাশাপাশি ভারী বৃষ্টি হওয়ার পূর্বাভাস জারি করা হয়েছে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায়। বজ্রবিদ্যুৎ-সহ টানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার রাত থেকে বৃষ্টি হওয়ায় নিচু এলাকায় ইতিমধ্যেই রাস্তায় জল জমতে শুরু করেছে। এর জন্য ট্র্যাফিকের সমস্যায় পড়েছেন বিভিন্ন এলাকার যাত্রীরা।
আরও পড়ুন:
আপনার কি টাক পড়ে যাচ্ছে? এই ৫ ঘরোয়া টোটকায় ভরসা রাখুন, গজাবে চুল
ধর্মেন্দ্রর মা যখন অন্তঃসত্ত্বা হেমাকে প্রথম দেখেন, তখন সতবন্ত কী বলেছিলেন বাসন্তীকে?
আবহাওয়া দফতর জানিয়েছে, চার জেলায় বৃষ্টির মূল কারণ হল নিম্নচাপ এবং নিম্নচাপ অক্ষরেখার অবস্থান। এই মুহূর্তে উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ এবং বিহার এবং ঝাড়খণ্ডের উপর একটি নিম্নচাপ অবস্থান করছে।
আরও পড়ুন:
ডায়াবিটিসে ভুগছেন? সকালের জলখাবারে কী ধরনের খাবার খেতে পারেন? রইল ডক্তারবাবুর জরুরি পরামর্শ
পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-১১: অধীনস্থ কর্মীদের উৎসাহ দিয়ে মানবসম্পদকে কী করে ব্যবহার করতে হয় সে বিদ্যা সুদক্ষ শাসকের থাকা উচিত
সেই সঙ্গে রাজস্থান থেকে উত্তর বঙ্গোপসাগর অবধি একটি নিম্নচাপ অক্ষরেখারও রয়েছে। এর জেরে কলকাতা-সহ গাঙ্গেয় বাংলার পকপ্যেক্তি জেলায় বৃষ্টি চলবে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনাতে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে। এর জন্য উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। দফতরের পূর্বাভাস আগামিকাল বৃহস্পতিবারেও বৃষ্টি হবে।