ছবি: প্রতীকী। সংগৃহীত।
শুক্র এবং শনিবার কলকাতা-সহ দক্ষিণের বেশ কিছু জেলায় ভারী বর্ষণ হতে পারে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে। তবে শুধু শুক্র এবং শনিবার নয়, রবিবারও অল্প বিস্তর বৃষ্টি হতে পারে। অন্যদিকে, শুক্র এবং শনিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে আবার বৃষ্টির পূর্বাভাস নেই।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরের উত্তর-পূর্ব এবং সংলগ্ন পূর্ব-মধ্য এলাকার উপর একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। সেটি নিম্নচাপে পরিণত হয়ে ধীরে ধীরে শক্তি বাড়াবে। এর পরে সে ক্রমশ উত্তর-পশ্চিম দিকে ওড়িশা এবং বাংলা উপকূলের দিকে এগিয়ে যাবে। এর প্রভাবে শুক্রবার থেকে আগামী ৩ অক্টোবর বাংলার একাধিক জেলায় বর্ষণের সম্ভাবনা তৈরি হয়েছে।
আরও পড়ুন:
বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপে আপাতত ঝড়ের আশঙ্কা নেই, শুধুই বৃষ্টির সম্ভাবনা, এ বার পুজোর আনন্দ কি মাটি হবে?
রিভিউ: ‘মিমি’র কীর্তিতে সফল ‘পরমসুন্দরী’ কৃতী
শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে। তবে সব জায়গায় নয়, এই জেলাগুলির কোনও কোনও অংশে বৃষ্টি হবে। এর জেরে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে।
শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। ওই তিন জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। শনিবার কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হুগলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবার রবিবার বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। ওই তিন জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। শনিবার কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হুগলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবার রবিবার বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন:
রণবীরের নায়িকা হতে চেয়েছিলেন সেই ১৬-তেই, চেষ্টা করেও কোন ছবির সুযোগ হাতছাড়া হয় আলিয়ার?
এই পাঁচটি কারণে বাড়ছে পুরুষের বন্ধ্যাত্ব, জেনে নিন কোনটি সবচেয়ে বেশি দায়ী
উত্তরের জেলাগুলির মধ্যে মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে সোমবার ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে দার্জিলিং, কালিম্পং, দুই দিনাজপুর এবং মালদহেও ভারী বৃষ্টি হতে পারে।
শনি এবং রবিবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে। ইতিমধ্যে যাঁরা গভীর সমুদ্রে গিয়েছেন, শুক্রবারের মধ্যে তাঁদের ফিরে আসতে বলা হয়েছে। হাওয়া দফতর আশঙ্কা করছে, ভারী বৃষ্টির জেরে দার্জিলিং এবং কালিম্পঙে ধস নামতে পারে। বাড়তে পারে নদীর জলস্তরও। ফলে কিছু বন্যা পরিস্থিতিও জেলায় তৈরি হতে পারে।
শনি এবং রবিবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে। ইতিমধ্যে যাঁরা গভীর সমুদ্রে গিয়েছেন, শুক্রবারের মধ্যে তাঁদের ফিরে আসতে বলা হয়েছে। হাওয়া দফতর আশঙ্কা করছে, ভারী বৃষ্টির জেরে দার্জিলিং এবং কালিম্পঙে ধস নামতে পারে। বাড়তে পারে নদীর জলস্তরও। ফলে কিছু বন্যা পরিস্থিতিও জেলায় তৈরি হতে পারে।