সোমবার ৮ জুলাই, ২০২৪


ছবি: প্রতীকী।

গরমে জেরবার অবস্থা কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। এই প্যাচপ্যাচে গরম থেকে মুক্তির জন্য বর্ষার অপেক্ষায় দক্ষিণবঙ্গবাসী। আজ শুক্রবারও অস্বস্তিকর গরম বজায় থাকবে বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এমনকি, কিছু জেলায় তাপপ্রবাহের পরিস্থিতিও বজায় থাকবে। হাওয়া দফতরের পূর্বাভাস আগামী রবিবার পর্যন্ত আবহাওয়ার তেমন পরিবর্তন হবে না। তবে দক্ষিণের জেলাগুলিতে সোমবার অর্থাৎ ১৯ জুন থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে। এদিকে, আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনও কোনও অংশে ভারী বর্ষণ হতে পারে বলে জানানো হয়েছে।
উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও, দক্ষিণে এখনও আসেনি। হাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণের জেলাগুলিতে সোমবার থেকে বর্ষার জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা আছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলার কিছু কিছু এলাকায় সোমবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে জানানো হয়েছে, আগামী ৪ দিন পর তাপমাত্রার পারদ ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। শুক্রবার কলকাতার সর্বোচ্চ পারদ থাকতে পারে ৩৮ ডিগ্রির কাছাকাছি।
আরও পড়ুন:

নাট্যকার গিরিশচন্দ্রের সন্ধানে, পর্ব-৩৮: সগৌরবে মিনার্ভা থিয়েটারে অভিনীত হয়েছিল গিরিশচন্দ্রের পঞ্চরং ‘বড়দিনের বখশিস’

চায়ের সঙ্গে বিস্কুট খেতে খুব ভালোবাসেন? এই অভ্যাস স্বাস্থ্যের পক্ষে কী কী ঝুঁকি বাড়ায় জানেন?

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার থেকে রবিবার পর্যন্ত অস্বস্তিকর গরম বজায় থাকবে কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হুগলিতে। শুক্র, শনি এবং রবিবার বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদে। রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূমে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূমের কিছু জায়গায়।
আরও পড়ুন:

ক্যাবলাদের ছোটবেলা, পর্ব-৩: গায়ে আমার পুলক লাগে

চলো যাই ঘুরে আসি: হাতির সঙ্গে কুমিরের তুমুল লড়াই, শেষমেশ জিতল কে? দেখুন ভিডিয়ো

আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গে এখন বৃষ্টি চলবে। শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে। শুক্র এবং শনিবার বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে মালদহ এবং দুই দিনাজপুরে।

Skip to content