শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

এ বার কি গরমের থেকে মুক্তি পাওয়া যাবে? কবে থেকেই বা শুরু হবে বৃষ্টি? গত কয়েক দিন ধরেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। বিভিন্ন জায়গায় অল্প বিস্তর বৃষ্টি হলেও অবস্থার অবশ্য কোনও পরিবর্তন হয়নি। তাই গরমে জেরবার আমজনতা। যদিও আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, এখনই এই অসহনীয় পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া যাবে না।
হাওয়া দফতর জানিয়ে দিয়েছে, গরমের এই দহন জ্বালা আরও কয়েকটি দিন সহ্য করতে হবে। ১৮ জুন পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। স্বাভাবিক ভাবে অস্বস্তি আরও বাড়বে। ১৫ থেকে ১৮ জুনের মধ্যে পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের মতো পরিস্থিতি সৃষ্টি হবে। দক্ষিণে অন্য জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি না হলেও ভ্যাপসা গরম থাকবে।
আরও পড়ুন:

বাস্তুবিজ্ঞান, পর্ব-২০: বাড়িতে ঠাকুর প্রতিষ্ঠা করতে চান? কোন দিকে দেবদেবীদের রাখা শাস্ত্রসম্মত?

ইংলিশ টিংলিশ: চলিত ভাষায় ইংরেজিতে সহজে কীভাবে কথা বলবেন?

কবে থেকে স্বস্তি মিলবে? হাওয়া দফতর জানিয়েছে, আবহাওয়ার পরিস্থিতি বদলাবে ১৯ জুন থেকে। কারণ ধীরে ধীরে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ঢুকবে। আবহাওয়া দফতর মনে করছে, দক্ষিণবঙ্গে আগামী ১৯-২১ জুনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ঢুকবে। তার পরে বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হবে।
আরও পড়ুন:

এবার ভ্যাকসিনের যুদ্ধে শামিল হলেন রাইমা সেন, বিবেক অগ্নিহোত্রীর সঙ্গে জুটি বাঁধলেন অভিনেত্রী

ডাবের জলও খেতে হবে সময় মেনে, তাহলেই মিলবে বেশি উপকার, কোন সময়ে খাবেন?

যদিও উলটো ছবি উত্তরবঙ্গে। হাওয়া দফতর জানিয়েছে, উত্তরে বর্ষণের পরিমাণ ১৯ জুন পর্যন্ত আরও বাড়বে। আলিপুরদুয়ার এবং কোচবিহারের কিছু এলাকায় ১৫ জুন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং এবং কালিম্পংয়েও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী ১৬ জুন আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ১৭ জুন ভারী থেকে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পংয়ে অতি ভারী বৃষ্টি হবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং কালিম্পঙে ১৮ জুন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

Skip to content