বৃহস্পতিবার ৩ অক্টোবর, ২০২৪


ছবি: প্রতীকী।

জুন মাসেও রোজ দিন রোদের তাপে পুড়ছে গোটা বাংলা। দেখা নেই বৃষ্টির। এর মধ্যে আবার হাওয়া দফতর রাজ্যের প্রায় সর্বত্র তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, দক্ষিণবঙ্গে সোমবার থেকেই তাপপ্রবাহ শুরু হয়ে যাবে।
সোমবার বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং নদিয়াতেও মঙ্গলবার থেকে তাপপ্রবাহ হতে পারে বলে জানানো হয়েছে। এই জেলাগুলিতে আগামী পাঁচ দিন তাপপ্রবাহের পরিস্থিতি জারি থাকতে পারে।
আরও পড়ুন:

দশভুজা: তিনি ‘অরণ্যের বিশ্বকোষ’, ৭৯ বছর বয়সেও পরিবেশ সংরক্ষণে নিরলস পরিশ্রম করে চলেছেন তুলসী

অমিতাভ-দিলীপ কুমার-রাজেশ খান্নার পর্দার মা পদ্মশ্রী সম্মানে ভূষিত অভিনেত্রী সুলোচনা লাতকর প্রয়াত

যদিও কলকাতায় তাপপ্রবাহের সম্ভাবনা নেই। হাওয়া দফতরের পূর্বাভাস বলছে, শহরে এখনই বৃষ্টি হবে না। উলটে তীব্র গরমের জন্য অস্বস্তি থাকবে শহর জুড়ে। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ৩৮ ডিগ্রির আশপাশে থাকতে পারে। আর ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে সর্বনিম্ন তাপমাত্রা।
আরও পড়ুন:

নয় বছরেই শেষ হয়েছিল দাম্পত্য, তবুও ডিম্পল কেন আইনি বিচ্ছেদের পথে হাঁটলেন না?

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৮: জীবনে উন্নতি করতে হলে ক্ষমতাসীন দলের সঙ্গেই আপনাকে থাকতে হবে

হাওয়া দফতর উত্তরবঙ্গেও তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। আলিপুর সূত্রে জানানো হয়েছে, সোমবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে তাপপ্রবাহ হতে পারে।

তবে অল্প পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জেলায়। দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশের পাশাপাশি উত্তরবঙ্গের পাঁচ জেলাটি জেলায় বৃষ্টি হতে পারে। সোমবার এবং মঙ্গলবার কিছুটা বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। সোমবার উত্তর ২৪ পরগনাও বৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পঙেও বর্ষণের সম্ভাবনা রয়েছে। যদিও এই বৃষ্টির সম্ভাবনা খুবই অল্প বলে জানিয়েছে হাওয়া দফতর।

Skip to content