বুধবার ৩ জুলাই, ২০২৪


ছবি: প্রতীকী।

বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে বড়সড় ঘূর্ণিঝড় ‘মোকা’। পূর্বাভাস মিললে ঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় সর্বোচ্চ ১৫০ কিলোমিটার। তাই ‘মোকা’ কখন, কোথায় তাণ্ডব চালাবে সেই নিয়ে চলছে জোরদার জল্পনা। এই আবহের মধ্যে হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় তাপপ্রবাহ হতে পারে। সেই মতো হাওয়া দফতর সতর্কতা জারি করেছে।
বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছে তা এই মুহূর্তে অবস্থান করছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরে। এই নিম্নচাপ মঙ্গলবার সন্ধ্যার মধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে পূর্বাভাসে জানানো হয়েছে। হাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এক-দু’দিনের মধ্যে নিম্নচাপ গভীর নিম্নচাপে বদলে তা ঘূর্ণিঝড় ‘মোকা’য় পরিণত হবে।
আরও পড়ুন:

বাংলায় শুক্রবার থেকে টানা তিন দিন ধরে বর্ষণ, কোথায় কোথায় বৃষ্টি? ‘মোকা’র জেরেই আবহাওয়ার এই পরিবর্তন?

আচমকা পেটে ব্যথা? ভরসা রাখুন এই সব ঘরোয়া টোটকায়

বাংলায় এই মুহূর্তে উত্তর-পশ্চিম দিক থেকে আসা শুষ্ক গরম হাওয়া প্রবেশ করছে। আর এর জেরেই দক্ষিণবঙ্গের কিছু জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি দেখা দেবে। তাপমাত্রার পারদও লাফিয়ে বাড়তে থাকবে। আবহবিদরা জানিয়েছেন, আজ মঙ্গলবার থেকেই তাপমাত্রার পারদ ফের ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছাড়িয়ে যেতে পারে।

আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে, মঙ্গলবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহ চলবে। জেলাগুলি হল— দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, দুই বর্ধমান, মুর্শিদাবাদ এবং বাঁকুড়া। এই ৮ জেলায় তাপপ্রবাহ চলবে। বুধবার এই জেলাগুলোতে আরও তাপমাত্রা বাড়বে।
আরও পড়ুন:

আগামীকালই জন্মাতে পারে ‘মোকা’, ঝড়ের বেগ ঘণ্টায় ১৫০ কিমি! কোন পথে সে এগোবে? জানাল হাওয়া দফতর

দহনকালের দুপুরেও সঙ্গম? শরীরের উষষ্ণতাও তো বাড়ন্ত! সুস্থ থাকতে কী করবেন?

হাওয়া অফিস কলকাতা, মেদিনীপুর-সহ দক্ষিণের সব জেলাতে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। বৃহস্পতিবার দুই ২৪ পরগনা, পুরুলিয়া, দুই বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে তাপপ্রবাহ চলবে। এর মধ্যে আবার পশ্চিম বীরভূম, বাঁকুড়া এবং মেদিনীপুরে টানা ৩ দিন ধরেই তাপপ্রবাহ চলবে। এ জন্য আলিপুরের হাওয়া অফিস এই ৩ জেলায় কমলা সতর্কতা জারি করেছে। শুক্রবারের আগে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও মঙ্গল থেকে বৃহস্পতি তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। যদিও হাওয়া দফতরের পূর্বাভাস, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে।

Skip to content