শনিবার ২৩ নভেম্বর, ২০২৪


আবার পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। এই নিয়ে সুপ্রিম কোর্টে মোট ছ’বার শুনানি পিছল। শীর্ষ আদালতের পক্ষ থেকে আপাতত মামলাটির শুনানি স্থগিত রেখে জানিয়ে দেওয়া হয়েছে মামলার পরবর্তী শুনানির তারিখ। সুপ্রিম কোর্ট জানিয়েছে, আগামী ২৪ এপ্রিল ডিএ মামলার পরবর্তী শুনানি হবে।
শীর্ষ আদালতে ডিএ মামলার প্রথম বার শুনানির দিন ধার্য হয়েছিল গত বছরের ৫ ডিসেম্বর। কিন্তু সেদিন শুনানি হয়নি। তার পরেও আরও তিন বার শুনানি পিছিয়ে যায়। শেষে গত ২১ মার্চ এই শুনানির দিন ধার্য করা হয়। যদিও সেদিনও শেষ মুহূর্তে শুনানি ফের স্থগিত রাখা হয়। তার পর ঠিক হয় ১১ এপ্রিল অর্থাৎ মঙ্গলবার শুনানি হবে। যদিও মঙ্গলবার বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ আবারও শুনানি পিছিয়ে দেয়।
আরও পড়ুন:

কলকাতায় আরও বাড়ল তাপমাত্রা, গরমে নাজেহাল শহরবাসী, কবে থেকে মিলবে স্বস্তি? কী বলছে হাওয়া দফতর

হৃতিক অতীত, নতুন করে কার প্রেমে পড়লেন ‘কুইন’ কঙ্গনা? অভিনেত্রীর পোস্ট ঘিরে জল্পনা

বড়ই ছোট বক্ষযুগল? মালিশ থেকে আসন, স্তনের মাপ বাড়ানোর অনেক ঘরোয়া উপায় আছে

কলকাতা হাই কোর্ট ২০২২ সালের মে মাসে রাজ্যের সরকারি কর্মচারীদের ৩১ শতাংশ হারে ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছিল। রাজ্য সরকার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে। রাজ্য সুপ্রিম কোর্টে মামলা করে।

কলকাতা হাই কোর্ট ২০২২ সালের মে মাসে রাজ্যের সরকারি কর্মচারীদের ৩১ শতাংশ হারে ডিএ দেওয়ার নির্দেশ দিয়ে ছিল। রাজ্য সরকার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যায়। তাদের যুক্তি, কলকাতা হাই কোর্টের রায় মেনে বকেয়া ডিএ দিতে হলে খরচ হবে প্রায় ৪১ হাজার ৭৭০ কোটি টাকা, যা রাজ্য সরকারের পক্ষে বহন করা কষ্টকর।
আরও পড়ুন:

উত্তম কথাচিত্র, পর্ব-৩১: মরুভূমির উপল পারে বনতলের ‘হ্রদ’

দুই বাংলার উপন্যাস: বসুন্ধরা এবং, ২য় খণ্ড, পর্ব-১২: বাইরের দরজা ঠেলে দু’ জন মাঝবয়সী অচেনা লোক ঢুকে পড়লেন

এদিকে, রাজ্যের সরকারি কর্মচারী সংগঠনের আইনজীবীর বক্তব্য, বকেয়া ডিএ দিতে হলে বিশাল অঙ্কের আর্থিক বোঝা চাপবে রাজ্যের উপর এটা ঠিক। তবে এটাও ঠিক ডিএ সরকারি কর্মচারীদের প্রাপ্য অধিকারও। ফলে এই অধিকার থেকে তাঁদের বঞ্চিত করা যাবে না।

Skip to content