শুক্রবার ৫ জুলাই, ২০২৪


ছবি: প্রতীকী।

অবশেষে দক্ষিণবঙ্গের জন্য স্বস্তির বার্তা শোনাল আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গ জুড়ে এ সপ্তাহের মাঝামাঝিই বৃষ্টি নামবে। এমনটাই জানিয়েছে হাওয়া দফতর।

গরমে জেরবার দক্ষিণবঙ্গবাসী। স্বস্তির হাওয়া বদলের খবর পেতে মুখিয়ে ছিলেন মানুষ। অথচ বৃষ্টির জন্য অনুকূল পরিবেশ থাকা সত্ত্বেও মাটি ভেজেনি। ঘূর্ণিঝড় মোকা পশ্চিমবঙ্গ না প্রবেশ করলেও প্রভাব ফেলে রাজ্যের আবহাওয়াকে। যদিও রবিবার সেই ‘মোকার দশা’ কেটেছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, অবশেষে পশ্চিমবঙ্গের ভাগ্যে বৃষ্টির শিকে ছিঁড়তে চলেছে। উপকূলবর্তী জেলাগুলিতে সোমবার থেকেই বৃষ্টি শুরু হবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে সপ্তাহের মাঝামাঝি থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। বইবে ঝোড়ো হাওয়াও। রবিবার এমনই স্বস্তির কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন:

মোকার তাণ্ডব থেকে বাংলা কী ভাবে বাঁচল? অতি প্রবল ঘূর্ণিঝড়ের অভিমুখ কেন বা ঘুরে গেল?

পঞ্চমে মেলোডি, পর্ব-১১: ‘কটি পতঙ্গ’ ছবিতে পঞ্চমের সুরে কিশোর নিজেকে উজাড় করে দেন

হাওয়া অফিস রবিবার থেকে দুই ২৪ পরগনায় বৃষ্টির পূর্বাভাস দিয়ছিল। সোমবার পূর্ব মেদিনীপুরেও বর্ষণের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের পাশাপাশি নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়াও বইবে। হাওয়া অফিস এ-ও জানিয়েছে, আগামী বুধবার থেকে বৃষ্টি নামবে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই। সেই সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে।
আরও পড়ুন:

বৈষম্যের বিরোধ-জবানি, পর্ব-১৯: উন্নয়নের কাণ্ডারী নির্ণয়ে পিতৃতান্ত্রিক পক্ষপাতিত্ব

কিছুতেই পর্যাপ্ত ঘুম হচ্ছে না? জানুন দশ মিনিটের কোন উপায়ে ক্লান্তি হবে উধাও

রবিবার বাংলাদেশ এবং মায়ানমারের মাঝামাঝি এলাকায় ঘূর্ণিঝড় আছড়ে পড়ার পরেই বঙ্গোপসাগর থেকে ফের দক্ষিণবঙ্গে জলীয় বাষ্প সঞ্চার হওয়া শুরু হবে। ফলে স্বাভাবিক ভাবে তৈরি হবে বৃষ্টির মেঘ। সম্ভাবনা বাড়বে বর্ষণের। হাওয়া দফতর আরও জানিয়েছে, বাংলার আকাশে জলীয় বাষ্পের সঙ্গে নিম্নচাপ অক্ষরেখার প্রভাব পড়ার সম্ভবনা থাকায় বুধবার থেকে দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হওয়া ঝড়বৃষ্টি টানা তিন দিন চলতে পারে।

Skip to content