মঙ্গলবার ৯ জুলাই, ২০২৪


প্রয়াত রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা।

প্রয়াত রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুব্রত সাহা। হৃদরোগে তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৬৯। তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। রাজনৈতিক মহল মন্ত্রীর প্রয়াণে শোকস্তব্ধ।
মন্ত্রীর প্রয়াণে বৃহস্পতিবার রাজ্যের সব সরকারি দফতরে বেলা ২টোর পর ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। উল্লেখ্য, সুব্রত সাহা ২০১১ সালে সাগরদিঘি থেকে মুর্শিদাবাদ জেলার একমাত্র তৃণমূল বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তিনি পর পর ৩ বার সাগরদিঘি থেকে বিধায়ক হন।
আরও পড়ুন:

বাঙালি এখন মেঝেতে বসে খাবার খাওয়া ভুলতে বসেছে, জানেন এর উপকারিতা?

বাস্তুবিজ্ঞান, পর্ব-১৮: সাধের বাড়ির জন্য কেমন জমি ভালো? জেনে নিন বাস্তুশাস্ত্র মতে আদর্শ জমির বৈজ্ঞানিক ব্যাখ্যা

সম্প্রতি মন্ত্রীর গলব্লাডারে অস্ত্রোপচার হয়েছিল। কলকাতায় কিছু দিন থাকার পর বুধবার তিনি মুর্শিদাবাদে ফেরেন। বৃহস্পতিবার ভোরে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। সঙ্গে সঙ্গে তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বুধবার সকাল ১০টা ৪০ মিনিট নাগাদ তাঁকে ভর্তি করানো হয় হাসপাতালে। রাখা হয়ে আইসিইউতে। দ্রুত চিকিৎসা শুরু হলেও, তাঁকে বাঁচানো যায়নি। বেলা ১১টা নাগাদ হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেন সাগরদিঘির বিধায়ক মন্ত্রী সুব্রত সাহা।
আরও পড়ুন:

শান্তিনিকেতনে দাঁড়াবে বন্দে ভারত, চূড়ান্ত পরিবর্তিত সূচি প্রকাশ করে জানিয়ে দিল রেল

কিম্ভূতকাণ্ড, পর্ব-৫: জ্বলন্ত দুটো চোখ, শরীর ভাসছে অন্ধকারে, ঠোঁটের দু’পাশে রক্তাক্ত বড় দুটো দাঁত…

রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর প্রয়াণে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকবার্তায় তিনি লেখেন, ‘‘রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প এবং উদ্যানপালন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী সুব্রত সাহার প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ সকালে বহরমপুরে শেষ নিশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৬৯ বছর। মুর্শিদাবাদ জেলার সাগরদিঘির ৩ বারের বিধায়ক সুব্রতবাবু পূর্ত দফতরের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন। সুদীর্ঘ রাজনৈতিক জীবনের পাশাপাশি, বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। সুব্রতবাবুর সঙ্গে আমার দীর্ঘ দিনের ব্যক্তিগত সম্পর্ক ছিল। তাঁর রাজনৈতিক এবং সামাজিক অবদান স্মরণীয় হয়ে থাকবে। সুব্রত সাহার প্রয়াণে রাজনৈতিক জগতে এক শূন্যতার সৃষ্টি হল। আমি সুব্রত সাহার পরিবার-পরিজন এবং অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।
মন্ত্রীকে শ্রদ্ধাজ্ঞাপন করতে মুর্শিদাবাদে যাচ্ছেন মন্ত্রী ফিরহাদ হাকিম।

Skip to content