বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর, ২০২৪


প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ছবি: সংগৃহীত।

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে ভেন্টিলেশনে রেখেই তাঁর চিকিৎসা চলছে। যদিও তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। বুদ্ধদেবকে শনিবার রাতে ভেন্টিলেশনে দেওয়া হয়। তার পর থেকে নতুন করে তাঁর শারীরিক অবস্থার কোনও অবনতি হয়নি। মেডিক্যাল বোর্ড রবিবার দুপুরে তাঁর ‘সিটি স্ক্যান’ করার সিদ্ধান্ত নিয়েছে। ‘সিটি স্ক্যান’-এর রিপোর্ট হাতে এলে বোঝা যাবে, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কত দিন ভেন্টিলেশনে রাখতে হতে পারে।
বুদ্ধদেবের চিকিৎসার জন্য রবিবার সকালে মেডিক্যাল বোর্ডের বৈঠকে বসার কথা। সেখানেই ঠিক হবে পরবর্তী ক্ষেত্রে চিকিৎসার জন্য কী কী পদক্ষেপ করা হবে। দুপুর নাগাদ তাঁর বুকের সিটি স্ক্যান করানো হতে পারে। সংক্রমণের জন্য ফুসফুসের কতটা ক্ষতি হয়েছে, তা বোঝা যাবে সিটি স্ক্যানের রিপোর্ট হাতে এলে। সেই সঙ্গে তাঁর সিওপিডি-র বর্তমান পরিস্থিতি এবং নিউমোনিয়া এখন কোন অবস্থায় রয়েছে তাও জানা যাবে সিটি স্ক্যানের মাধ্যমে।
আরও পড়ুন:

পঞ্চমে মেলোডি, পর্ব-২২: পঞ্চমের সুরে কিশোর-আশার গাওয়া ‘জীবন কে হার মোড় পে’ গানটির কথা মনে পড়ে?

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৭: সুন্দরবনের লুপ্ত রাষ্ট্র গঙ্গারিডি

এই সিটি স্ক্যানের রিপোর্ট হাতে এলে চিকিৎসকরা বুঝতে পারবেন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আরও কত দিন ভেন্টিলেশনে রাখতে হতে পারে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বুদ্ধদেব স্থিতিশীল রয়েছেন। নতুন করে কোনও সমস্যা তৈরি হয়নি। তাঁর প্রস্রাবের পরিমাণ, রক্তচাপ, হৃদ্‌স্পন্দনের গতি এবং রক্তে অক্সিজেনের মাত্রা স্থিতিশীল অবস্থায় রয়েছে।

Skip to content