ছবি: প্রতীকী।
শনিবার বিকেল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা বৃষ্টিতে ভিজবে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে। আগামী কয়েক দিন এমনটা চলবে। দক্ষিণবঙ্গের তাপমাত্রার পারদও কিছুটা কমবে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় শনিবার সন্ধ্যার পর থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত শুরু হতে পারে। বর্ষণ হতে পারে দক্ষিণ ২৪ পরগনা জেলা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। রবিবার কলকাতা, হাওড়া, হুগলি, দুই পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে।
আরও পড়ুন:
চেনা দেশ অচেনা পথ, পর্ব-১৯: কুরদার ইকো রিসর্ট—অনাবিস্কৃত এক মুক্তা
শম্ভু, শম্ভু, শিব মহাদেব শম্ভু, খুদার ইবাদত যাঁর গলায় তাঁর আর কাকে ভয়?
আবহাওয়া দফতর সোমবারেও দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে। এদিন দুই পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদিয়া বৃষ্টি হতে পারে। তবে আগামী মঙ্গলবার এবং বুধ থেকে ফের তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হবে। হাওয়া অফিস জানিয়েচ দিয়েছে, মঙ্গলবার তাপপ্রবাহের সম্ভাবনা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে এবং বুধবার পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। এরকম পরিস্থিতি আপাতত দিন দুয়েক চলবে। মঙ্গল এবং বুধবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই ২৪ পরগনায়।
আরও পড়ুন:
ওষুধ খেয়েও কমছে না কোলেস্টেরল? রান্নার এই উপকরণের উপর ভরসা করলে ফল পাবেন
অজানার সন্ধানে, মিথ্যার সঙ্গে আপোষ না করে ছাড়েন চাকরি, দিন কাটে অনাহারে, কে এই ভারতের ফেভিকল ম্যান?
উত্তরবঙ্গের সব জেলাতেই রবিবার থেকে বুধবার অবধি বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি পূর্বাভাস রয়েছে। এমনটাই জানিয়েছে হাওয়া দফতর। এদিকে, আবহবিদরা জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গে
ঘূর্ণিঝড় মোকার কোনও প্রভাব পড়বে না।
ঘূর্ণিঝড় মোকার কোনও প্রভাব পড়বে না।