শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

প্রাথমিকের টেট পরীক্ষা আগামী ১১ ডিসেম্বর, রবিবার। বিশাল সংখ্যক পরীক্ষার্থী বিভিন্ন জায়গায় পরীক্ষা দিতে যাবেন। তাই পরীক্ষার্থীদের ভিড় সামলাতে পূর্ব রেল শিয়ালদহ শাখায় একাধিক ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। পূর্ব রেলের মুখ্য জনসংেযোগ আধিকারিকের পক্ষ থেকে শুক্রবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই সিদ্ধান্তের কথা জানান হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ জোড়া ট্রেন চলবে শিয়ালদহ এবং ব্যারাকপুর স্টেশনের মধ্যে।
শিয়ালদহ স্টেশন থেকে সকাল ৮টা, ৯টা ৫ মিনিটে, ৯টা ২৮ মিনিটে এবং ৯টা ৪০ মিনিটে ৫টি ট্রেনগুলি ছাড়বে। আবার ব্যারাকপুর থেকে ট্রেন ছাড়বে সকাল ৮টা ৪৮ মিনিটে, ৯টা ৫৭ মিনিটে, ১০টা ১৬ মিনিটে, সাড়ে ১০টায় এবং ১১টায়। শিয়ালদহ এবং মধ্যমগ্রামের মধ্যেও এক জোড়া ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিয়ালদহ স্টেশন সকাল ৭টা ৩২ মিনিটে থেকে আপ ট্রেনটি ছাড়বে।
আরও পড়ুন:

এই ৩ পানীয় নিয়মিত খাদ্যতালিকায় রাখুন, দেহ থেকে বেরিয়ে যাবে ক্ষতিকর দূষিত পদার্থ

যোগা-প্রাণায়াম: চল্লিশেই বলিরেখা? তিনটি আসনেই হবে বাজিমাত

অন্যদিকে, সকাল ১০টা ৪০ মিনিটে বারাসত থেকে ডাউন ট্রেনটি ছাড়বে। পাশাপাশি শিয়ালদহ-দত্তপুকুর ও শিয়ালদহ-বজবজ রুটে এক জোিড়া করে ট্রেন চলবে। ২ জোড়া করে ট্রেন চালানো হবে শিয়ালদহ-সোনারপুরের মধ্যে। শিয়ালদহ-ক্যানিং রুট এবং শিয়ালদহ-বারুইপুর রুটেও এক জোড়া করে অতিরিক্ত ট্রেন চলবে বলে সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।

বাইরে দূরেঃ এক টিকিটেই কলকাতার ২১টি দর্শনীয় স্থানে প্রবেশাধিকার! বেড়ানোর মরসুমে শীতের শহরে পর্যটনমন্ত্রীর উপহার

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৩৮: মেয়ের জন্য হেমন্তবালা কবির পরা জোব্বা নিয়েছিলেন

শিয়ালদহ এবং নৈহাটির মধ্যে এক জোড়া ট্রেন চালানো হবে। সকাল ৯টা ৩৪ মিনিটে শিয়ালদহ থেকে ওই ট্রেনটি ছাড়বে। অন্য ট্রেনটি ছাড়বে সকাল ১০টা ৪৭ মিনিটে। শিয়ালদহ এবং ডানকুনির মধ্যেও এক জোড়া ট্রেন চলবে। শিয়ালদহ থেকে স্পেশাল ট্রেনটি ছাড়বে সকাল ১০টা ১৫ মিনিটে। আবার ডানকুনি স্টেশন থেকে ডাউন ট্রেন ছাড়বে সকাল ১১টা ২৬ মিনিটে।

Skip to content